Tue. Apr 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫
55হাঙ্গরের বসবাস সাগরের গভীর পানির নিচে। কিন্তু সেই হাঙ্গরকে যদি কিনারা থেকেই বড়শি দিয়ে ধরে ফেলা যায় তাহলে কেমন হয়? হ্যাঁ, এরকমই একটি কাণ্ড ঘটিয়েছেন মার্ক টানবুল।
৫৪ বছর বয়সী মার্ক টানবুল সান্ডারল্যান্ড এর উপকূলে ৪০ ফুট পানির নিচে থেকে একটি ৮ ফুট লম্বা হাঙ্গর শিকার করেন। তিনি হাঙ্গরকে ধরার জন্য ২ ঘণ্টাব্যাপী যুদ্ধ করেন।
মার্ক টানবুল পেশায় একজন জেলে ও সিভিল ইঞ্জিনিয়ার। সে বলেন তারা যখন মাছটি নৌকায় তোলার চেষ্টা করছিলেন তখন মনে হচ্ছিল তারা একটি গাড়ি ধাক্কা দিচ্ছেন।
হাঙ্গরের অনেক ওজন হবার কারণে তারা মাছটি নৌকায় তুলতে পারে নি। তবে তারা মাছকে পানিতে দেখে এর ওজন ও উচ্চতা পর্যবেক্ষণ করেন। তারা যখন হাঙ্গরকে দেখেন তখন অনেক ভীত হয়ে যান। হাঙ্গরটি অনেক রাগান্বিত অবস্থায় ছিল। যার দরুন তারা হাঙ্গরকে ছেড়ে দেয়।
এটি একটি দ্রুততম হাঙ্গর ছিল। হাঙ্গরটি ছেড়ে দেয়ার পর এটি অতি দ্রুত বেগে চলে যায়। মার্ক বলেন, “আমি আমার জীবনে এতো বড় মাছ কখনও ধরি নি। এই হাঙ্গর ধরতে পারাকে আমি এক প্রকার কৃতিত্ব হিসেবে দেখছি”।–সূত্র: মেট্রো।