খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫
সাইনোজেন অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণের সঙ্গে যুক্ত থাকবে মাইক্রোসফটের তৈরি কণ্ঠস্বরের মাধ্যমে চালিত ডিজিটাল সহকারী সফটওয়্যার করটানা। সাইনোজেন ওএস বা অপারেটিং সিস্টেম হচ্ছে গুগলের অ্যান্ড্রয়েডের বিশেষ কাস্টমাইজড সংস্করণ। অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে করটানা সফটওয়্যারটি উন্মুক্ত করার পরপরই সাইনোজেন কর্তৃপক্ষ সাইনোজেন ওএসে এটি যুক্ত করার তথ্য প্রকাশ করেছে। সম্প্রতি মাইক্রোসফট ও সাইনোজেন একটি বিশেষ চুক্তিও করেছে। এই চুক্তি অনুযায়ী, সাইনোজেন অপারেটিং সিস্টেমে মাইক্রোসফটের অ্যাপ যুক্ত থাকবে। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে সাইনোজেনের প্রধান নির্বাহী কার্ট ম্যাকমাস্টার বলেছেন, মাইক্রোসফটের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে সাইনোজেন। মাইক্রোসফটের করটানা সফটওয়্যারটি গুগলের ডিজিটাল সহকারী সফটওয়্যার গুগল নাউ ও অ্যাপলের সিরি সফটওয়্যারটির চেয়েও উন্নত বলে দাবি করেন তিনি। সাইনোজেন অপারেটিং সিস্টেমে এটি যুক্ত হলে ব্যবহারকারীর ডিজিটাল সফটওয়্যার ব্যবহারের অভিজ্ঞতা আরও উন্নত হবে বলে মনে করেন তিনি। ম্যাকমাস্টার বলেছেন, গুগলের হাত থেকে অ্যান্ড্রয়েডের ভবিষ্যৎ দখল করে নিতে চান তাঁরা। মাইক্রোসফটের সঙ্গে তাঁদের চুক্তির ফলে এটা সম্ভব হবে। বর্তমানে গুগলের সেবাগুলোর উন্নত বিকল্প খুঁজে তা সাইনোজেনে যুক্ত করার চেষ্টা করছে তাঁরা। মাইক্রোসফটের সঙ্গে চুক্তিতে এটি সম্ভব হবে। এ বছরের মার্চ মাসে সাইনোজেনে বিনিয়োগের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।