খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫
স্মার্টফোনের কন্টাক্ট ব্যাকআপ রাখার সুবিধা ‘মাই কন্ট্যাক্টস’ চালু করল গ্রামীণফোন। গ্রামীণফোন কর্তৃপক্ষের ভাষ্য, এটি একটি ক্লাউড স্টোরেজ সেবা যার মাধ্যমে সহজেই স্মার্টফোনে কন্টাক্ট ব্যাকআপ রাখা ও নতুন ফোনে তা শেয়ার করা যাবে। গ্রামীণফোনের গ্রাহকেরা বিনা মূল্য ‘মাই কন্ট্যাক্টস’ অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। গ্রামীণফোন কর্তৃপক্ষ জানিয়েছে, টেলিনর ডিজিটালের সহায়তায় এই ক্লাউড সেবা চালু করেছে তারা। মাই কন্ট্যাক্টস সহজে ব্যবহারযোগ্য ক্লাউড সার্ভিস যার মাধ্যমে সব কন্টাক্ট সুরক্ষিত থাকবে। ফোন পরিবর্তন বা ফোন হারিয়ে গেলে এর মাধ্যমে সংরক্ষিত নম্বরগুলো আবার ফেরত পাওয়া যাবে। এর ওয়েব ইন্টারফেস ব্যবহারের সুযোগও পাবেন গ্রাহকেরা। গ্রামীণফোনের জেনারেল ম্যানেজার, ডিজিটাল অ্যান্ড ডিভাইস মোহাম্মদ মুনতাসির হোসেন বলেন, গ্রামীণফোন গ্রাহকদের জন্য নতুন ও প্রয়োজনীয় সেবা আনার ব্যাপারে সব সময় সচেষ্ট। নিরাপদে প্রয়োজনীয় কন্টাক্ট ব্যাকআপ রাখার ক্ষেত্রে গ্রাহকদের জন্য এটি সহায়ক হবে।