Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫
35লুমিয়া ৯৫০ ও লুমিয়া ৯৫০ এক্সএল নামে নতুন দু’টি হ্যান্ডসেট ছাড়তে যাচ্ছে মাইক্রোসফট; এমন গুঞ্জন কয়েকমাস ধরেই বাজারে শোনা যাচ্ছিল। সে গুঞ্জনের অবসান ঘটিয়ে আগামী ১০ অক্টোবর মাইক্রোসফট হ্যান্ডসেট দু’টি বাজারে ছাড়বে বলে এক রিপোর্টে বলা হয়েছে। গতানুগতিক মেটাল বডির পরিবর্তে পলিকার্বোনেটেড শেলে উইন্ডোজ ১০ অপারেটিংয়ের হ্যান্ডসেট দু’টির বডি তৈরি করা হয়েছে বলে ওই রিপোর্টে বলা হয়েছে। সবশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, লুমিয়া ৯৫০’র পর্দা হবে ৫.২ ইঞ্চি। ৩ গিগাবাইট ৠামের হ্যান্ডসেটটির প্রসেসর স্ন্যাপড্রাগন ৮০৮। ব্যাটারি তিন হাজার মিলি অ্যাম্পায়ার। অন্যদিকে, লুমিয়া ৯৫০ এক্সএল’র পর্দা হবে ৫.৭ ইঞ্চি। এর স্ন্যাপড্রাগন ৮১০ চিপের সঙ্গে ব্যবহার করা হয়েছে ৩ গিগাবাইট ৠাম। উল্লেখ করার বিষয় এই, হ্যান্ডসেট দু’টিতেই ২১ মেগাপিক্সেলের মূল ক্যামেরার সঙ্গে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এতো সব বিষয় জানা গেলেও জানা যায়নি হ্যান্ডসেটগুলোর মূল্য সর্ম্পকে।