Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫
61একপণ্য, একপ্রতিষ্ঠান’ এমনই নতুন ভাবনা নিয়ে বাংলাদেশে ই-কমার্স যাত্রা শুরু করেছে িি.িনুঁসড়নরষব.পড়স.নফ । ক্রেতাদের অনলাইনে মোবাইল কেনার সুবিধা দিতে ওয়েবসাইট চালু করেছে হ্যান্ডসেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যালকাটেল। এখানে শুধু মোবাইল হ্যান্ডসেট ও এক্সেসরিস পাওয়া যাবে, অন্য কোনো বাড়তি পণ্য এখানে থাকবে না। বর্তমানে বাজারে নতুন এসেছে অ্যালকাটেল স্মার্ট ওয়াচ। স্মার্ট ওয়াচ দিয়ে একজন স্মার্টফোন ব্যবহারকারী নিজের ফোনটি বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করেত পারবেন। এর মাধ্যমে স্লিপ কোয়ালিটি ও ফিটনেস ট্র্যাক করা যাবে, কল করা যাবে, ক্যামেরা ও মিউজিক নিয়ন্ত্রণ করা যাবে। এ ছাড়া সামাজিক মাধ্যম তথা ফেসবুক, টুইটার ইত্যাদির নোটিফিকেশন দেখা যাবে। এটি ধূলোবালি এবং পানি প্রতিরোধী। এ স্মার্ট ওয়াচ যেকোনো স্মার্টফোন অ্যান্ড্রয়েড ৪.৩ বা তার বেশি, আইওএস৭, আইফোন ৪এস সাপোর্ট করবে। এটি কিনতে খরচ পড়বে মাত্র ৯ হাজার ৪৯৯ টাকা। এ ছাড়া িি.িনুঁসড়নরষব.পড়স.নফ ওয়েবসাইটে ভিজিট করে অষপধঃবষ ঙহবঃড়ঁপয-এর স্মার্টফোনগুলো কেনা যাবে। এর মধ্যে একটি হলো অষপধঃবষ ঙহবঃড়ঁপয ওফড়ষ অষঢ়যধ, যা কেনা যাবে মাত্র ১১ হাজার ৯৯৯ টাকায়। মোবাইল ফোন সেটটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের এইচডি ক্যামেরা এবং ১.২ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ১৬ জিবি রম এবং ১ জিবি র‍্যাম। স্টাইলিশ এ মোবাইল হ্যান্ডসেটটি শুধু িি.িনুঁসড়নরষব.পড়স.নফ ওয়েবসাইটটি থেকেই কেনা যাবে। ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করা যাবে এবং ফ্রি হোম ডেলিভারি পাবেন ক্রেতারা।