খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫
সার্ভার বিকল হয়ে তিনদিন ধরে বন্ধ হয়ে আছে চট্টগ্রামের মুনসুরাবাদ পাসপোর্ট অফিসের কার্যক্রম। ফলে পাসপোর্টের জন্য নাম আবেদন, ছবি উঠানো, পাসপোর্ট সরবরাহসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। এতে জরুরী পাসপোর্টও পাচ্ছেন না লোকজন। ফলে ভোগান্তিতে পড়েছে দূরদুরান্ত থেকে আসা আবেদনকারীরা। সার্ভারটি প্রথমে চট্টগ্রামে মেরামতের চেষ্টা করা হলেও পরে তা মেরামতের জন্য পাঠানো হয় ঢাকাতে। মঙ্গলবার তৃতীয় দিন এসে সার্ভার ঠিক না হওয়ায় ভুগান্তির শেষ ছিল না পাসপোর্টের জন্য নাম আবেদন সংগ্রহ করতে আসা লোকজনের। দূরদুরান্ত থেকে আসা এসব লোকজন পাসপোর্ট না পেয়ে হতাশ হয়ে পড়েছেন। এসব লোকজনের অনেকেরই পাসপোর্ট সরবরাহের জন্য প্র¯‘ত হয়ে আছে। কিন্তু সার্ভার চালু না থাকায় তাও দেওয়া যাচ্ছে না। প্রতিদিন এই অফিসে পাসপোর্টের জন্য আবেদন জমা ও পাসপোর্ট সরবরাাহের সেবা নেয় গড়ে নয়’শ মানুষ। মনসুরাবাদ আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিচালক মো. আবু সাইদ বলেন, সার্ভারটি মেরামত করার কাজ চলছে। ঢাকা থেকে সার্ভারটি চলে আসলে আমরা এই সেবা প্রধান করা শুরু করব। তিনি আরও বলেন, পাসপোর্টের জন্য কাওকে শঙ্কিত বা ভীত হবার কোন কারন নেই, এই কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে এবং যে কোন আবেদনকারী জরুরী পাসপোর্ট প্রয়োজন হলে সরাসরি আমাদের কাছে আসতে পারবে। সার্ভার বা এ জাতীয় সমস্যা সমাধান করার জন্য প্রত্যেক অফিসে বিকল্প সার্ভার চালুর তাগিদ দিয়েছেন এই কর্মকর্তা।