Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫
21সুপার কম্পিউটার দিয়ে দ্রুত জটিল হিসাব করা সম্ভব। তাই বলে মৃত্যুর আগাম সংবাদ দেওয়া?
যুক্তরাষ্ট্রের একদল গবেষক দাবি করেছেন, তারা একটি সুপার কম্পিউটার তৈরি করেছেন যার সাহায্যে রোগীর মারা যাওয়ার আগাম সংবাদ ৯৫% নিঁখুতভাবে দেওয়া সম্ভব।
বোস্টনের দ্য বাথ ইসরায়েল ডিকনেস মেডিক্যাল সেন্টারে রয়েছে এই সুপার কম্পিউটারটি। হাসপাতালের বিশেষজ্ঞরা রোগীর পর্যবেক্ষণে ব্যবহৃত চিকিৎসা যন্ত্রের সঙ্গে সুপার কম্পিউটারের সিস্টেম যুক্ত করে দেন।
তারা দাবি করেছেন, এতে সরাসরি চিকিৎসকের তুলনায় আরো উন্নতভাবে রোগ নির্ণয় করা যায়। কারণ, সুপার কম্পিউটারের সঙ্গে গত ৩০ বছরের আড়াই লাখ রোগীর তথ্য যুক্ত করা হয়েছে। এতে তথ্য বিশ্লেষণ করে দ্রুত রোগ নির্ণয় করা যাবে।
তাদের দাবি, সুপারকম্পিউটার দ্রুত রোগ নির্ণয়ের এই সক্ষমতা অনেক জীবন বাঁচিয়ে দিতে পারে এবং রোগী কখন মারা যেতে পারে তারও পূর্বাভাস জানিয়ে দিতে পারে।
ওই হাসপাতালের চিকিৎসক স্টিভ হরঞ্জ বলেন, ‘সুপার কম্পিউটারকে চিকিৎসকেদের পরিবর্তে ব্যবহারের উদ্দেশ্য নয় বরং এই কৃত্রিম বুদ্ধিমান যন্ত্র রোগীর সুচিকিৎসায় চিকিৎসকেদের সক্ষমতা বাড়বে।’
এটি কীভাবে কাজ করে?
চিকিৎসকেরা এই হাসাপাতালের রোগীদের সুপার কম্পিউটারের সঙ্গে যুক্ত করে দেন। এই সুপার কম্পিউটার তখন রোগীর তথ্য সংগ্রহ করে তা বিশ্লেষণ করতে থাকে। রোগীর অবস্থা প্রতি তিন মিনিট পর পর পর্যবেক্ষণ করে এটি। অক্সিজেনের মাত্রা, রক্তচাপসহ সব ধরনের দরকারি তথ্য তিন মিনিট অন্তর চিকিৎসককে জানাতে পারে।
চিকিৎসক স্টিভ হরঞ্জ বলেন, ‘রোগী সম্পর্কে যাবতীয় তথ্য আমাদের এটি জানাতে পারে। যেটি আমাদের জানা দরকার। সুপার কম্পিউটার যদি কোন রোগী মৃত্যু নিয়ে নেতিবাচক পূর্বাভাস দেয় তখন চিকিৎসকেরা ওই রোগীর মৃত্যুর ব্যাপারে ৯৬% নিশ্চিত করতে পারেন।’
এই কম্পিউটার নেতিবাচক রিপোর্ট দিলে তার এক মাসের মধ্যেই রোগী মারা যাওয়ার আশঙ্কা থাকে বলে দাবি করেন স্টিভ হরঞ্জ।