Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫
26রহস্যময়ী এই প্রাণী রাশিয়া শহরের কাছে একটি নদীর তীরে পাওয়া যায়। ১৯৫০ সালে নির্মিত সসনভি বোর এলাকার লেনিনগ্রাদ পারমাণবিক শক্তি প্ল্যান্ট এর কাছে এই নদীর অবস্থান। রহস্যময় এই প্রাণীর শরীর ও নখর ফুট এবং ‘রহস্যময় মস্তক’ দেখে এটা অন্য কোন গ্রহের প্রাণী হতে পারে এবং সেই গ্রহের জীবের দৃশ্য কেমন হতে পারে তা নিয়ে ইউ.এফ.ও. উত্তেজিত হয়ে পড়েছে।
বিশেষজ্ঞরা প্রথমে এটাকে মিউট্যান্ট চিকেন ভ্রূণ বা এর একটি অংশ হিসেবে মনা করেন। তবে বিজ্ঞানীরা মনে করছেন, এটি যদি একটি মৃতদেহ হয় তবে তা অন্য কোনো গ্রহের হবে। কারণ এটি এই গ্রহের কোন পরিচিত প্রাণীর অংশবিশেষ নয়।
একজন বলেন, ‘এটি কোন পশু বা পাখির শরীরের অংশ নয়। এই জীবের রহস্যময় মস্তক রয়েছে এবং কোন ঘাড় ও উইংস নেই’। শরীরের আরো পরীক্ষার জন্য এটিকে ক্রাস্নআযর্স্ক এ বায়োফিজিক্স ইনস্টিটিউট এ নিয়ে যাওয়া হয়। সেখানে, বিশেষজ্ঞরা একই ফলাফল প্রদান করেন। জীববিজ্ঞানী জিগর জাদেরিভ বলেন, “এটা কি ধরনের জীব বা প্রাণী তা নির্ধারণ করতে ব্যাপক গবেষণার প্রয়োজন রয়েছে”।
যাই হোক, যারা সারাক্ষণ এলিয়েন নিয়ে চিন্তায় থাকেন তারা এটিকে নিয়ে ব্যাপক গবেষণা করছেন। ইউ.এফ.ও. সাইটিংস ডেইলির স্কট সি ওয়ারিং বলেন, ‘শরীরের এই ক্ষুদ্র পরক রাশিয়ার একটি নদীর কাছাকাছি পাওয়া যায় এবং এর সাথে পরিচিত কোনো প্রাণীর কোন মিল নেই’।
রাশিয়ান বিজ্ঞানীরা এটা কি হতে পারে তা নিয়ে কি অনেক বিভ্রান্ত এবং তারা সম্ভবত ডিএনএ পরীক্ষা করছেন। তারা বলেছেন যে তারা ফলাফলের জন্য অপেক্ষা করছেন। সিগরনে উইভার সিনেমাতে যে এলিয়েন দেখিয়েছিল এই ক্ষুদ্র অংশটি তার মত দেখতে। তবে এটি রাশিয়ার মাঝখানে একটি পারমাণবিক শক্তি প্ল্যান্টের কাছাকাছি কি করছিল তা কি কেউ চিন্তা করতে পারবে?
সম্প্রতি বিভিন্ন স্থানে ইউ.এফ.ও. দেখতে পেয়েছেন বলে অনেকেই দাবি করেছেন। অনেকে মোবাইলে এর চিত্র ধারণ করেছেন। উড়োজাহাজের একজন যাত্রী আটলান্টার নিকট থেকে ইউ.এফ.ও. এর ছবি ধারণ করেন। এসব বিষয়ের কথা চিন্তা করে এই প্রাণীর দেহকে এলিয়েন বলেই মনে করছেন।–সূত্র: ইয়াহু নিউজ।