খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫
প্রতিবছর পেঁয়াজের দাম নিয়ে অনেক কাহিনী ঘটে চলেছে। পেঁয়াজের বাজার এতো চড়া যে তাকে সোনার সাথে তুলনা করা হচ্ছে। আমাদের প্রতিবেশী দেশ ভারতে পেঁয়াজের মূল্য বৃদ্ধি পাবার ফলে তার বাতাস আমাদের দেশীয় বাজারেও পড়েছে। ভারত সরকার তাদের অবস্থার উন্নতির জন্য বিদেশে রপ্তানি করা পেঁয়াজের দাম বৃদ্ধি করেছে, সেই সুযোগে আমাদের দেশীয় পেঁয়াজও চড়া মূল্যে বিক্রয় করা হচ্ছে। ভারতের আমদানিকৃত পেঁয়াজ বেশি দামে বিক্রয় হলে, সাথে সাথে আমাদের দেশি পেঁয়াজের দামও বিক্রেতারা বাড়িয়ে দিয়েছেন।
ভারতে পেঁয়াজের দাম এতো ঊর্ধ্বগতিতে বৃদ্ধি পাচ্ছে যে, মানুষ এখন পেঁয়াজ চুরি করা শুরু করেছেন। ভারতের রাজস্থানে পাইকারি বাজার থেকে ৪,০০০ কেজি পেঁয়াজ চুরি করার ঘটনা ঘটেছে। এই ঘটনায় মুহানা মান্দি থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গত মঙ্গলবার পুলিশ জানান, সোমবার রাতে প্রহরি বা দারোয়ান কাজরকে গ্রেফতার করা হয় এবং পরের দিন পেঁয়াজ যার নিকট রাখা হয় সেই মহিলাকে গ্রেফতার করা হয়।
দোকানের মালিক যখন তার দোকানে যেয়ে পেঁয়াজ দেখতে পাননি, তখন তিনি পুলিশের কাছে একটি মামলা করেন। তদন্তের সময় জানা যায়, কাজর একটি ভ্যানে করে ঐ মহিলার বাড়িতে পেঁয়াজ রেখে আসেন। এ ঘটনার পেছনে আরও কেউ আছেন কিনা তা পুলিশেরা খতিয়ে দেখছেন।–সূত্র: টাইম্স অফ ইন্ডিয়া।