Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫
60ভারত সফরে গিয়ে শুরুটা ভালোই হয়েছে বাংলাদেশ ‘এ’ দলের। ভারত ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বেশ ভালোই লড়াই চালাচ্ছে মুমিনুল হকের নেতৃত্বাধীন ‘এ’ দল। টস জিতে বোলিং করতে নেমে ভারতকে কিছুটা বিপাকেই ফেলেছেন বাংলাদেশের বোলাররা। এই প্রতিবেদন লেখার সময় ২৬ ওভার শেষে ভারতের স্কোর : ১২৫/৫। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দ্রুতগতিতে রান সংগ্রহ করছিলেন ভারত ‘এ’ দলের দুই ওপেনার মায়ানক আগারওয়াল ও উমকাট চাঁদ। প্রথম পাঁচ ওভারে যোগ করেছিলেন ৪৪ রান। কিন্তু পঞ্চম ওভারের শেষ বলে ভারতীয় ‘এ’ দলের অধিনায়ক চাঁদকে (১৬) আউট করে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান তাসকিন আহমেদ। দুই ওভার পর ১ রান করে মনিশ পান্ডেও সাজঘরে ফেরেন শফিউল ইসলামের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। ২৮ বলে ১৬ রান করে বড়সড় ইনিংস খেলার ইঙ্গিত দিচ্ছিলেন ভারতীয় তারকা সুরেশ রায়না। কিন্তু তাঁকে উইকেটে খুব বেশিক্ষণ স্থায়ী হতে দেননি নাসির হোসেন। আউট করেছেন এলবিডব্লিউর ফাঁদে ফেলে। এক ওভার পর কেদার যাদবও ফিরে গেছেন রানআউট হয়ে। পঞ্চম উইকেটে ৪৯ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন আগারওয়াল ও সঞ্জু স্যামসন। কিন্তু ২৬তম ওভারে আগারওয়ালকে আউট করে ভারতকে বড় ধাক্কা দিয়েছেন নাসির। ৭০ বলে ৫৬ রানের লড়াকু ইনিংস এসেছে আগারওয়ালের ব্যাট থেকে। ১৭ রান করে অপরাজিত আছেন স্যামসন।