Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫
62জানাতে ‘লাইক’ দেওয়াটা সাধারণ বিষয়। কিন্তু এর উল্টো হিসেবে ‘ডিসলাইক’ দেওয়ার কোনো সুযোগ নেই। এ অপশন যোগ করতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন কিছু ব্যবহারকারী। দেরিতে হলেও তাঁদের কথায় কর্ণপাত করেছে ফেসবুক কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগের মাধ্যমটি ‘ডিসলাইক’ বাটন চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মেনলো পার্কে এক বৈঠকে ডিসলাইক বাটন চালুর ঘোষণা দেন ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। তিনি বলেন, ‘অবশেষে আমরা আপনাদের কথা শুনেছি।’ জাকারবার্গ বলেন, ফেসবুক ডিসলাইক বাটন নিয়ে কাজ করছে। খুব শিগগির এর পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে। ফেসবুকের সিইও জানান, লাইকের মতো ‘আই অ্যাম সরি’, ‘ইন্টারেস্টিং’ কিংবা ‘ডিসলাইক’ বাটন নেই কেন, তা অনলাইনে তাঁদের কাছে জানতে চেয়েছেন একজন ব্যবহারকারী। ‘সম্ভবত হাজারো মানুষ এ প্রশ্ন করেছে। আজ (তাঁদের জন্য) একটি বিশেষ দিন যখন আমি বলছি, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি এবং খুব শিগগির এ নিয়ে পরীক্ষা শুরু হবে,’ যোগ করেন জাকারবার্গ।