Fri. Oct 17th, 2025
Advertisements

ssবিশিষ্ট চিকিৎসক ও সামজসেবক, বাংলাদেশ পরিবার পরিকলপনা কমিশনের সাবেক মহাপরিচালক ডঃ শফিকুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

শোক বার্তায় নেতৃদ্বয় মরহুম ডঃ শফিকুর রহমানের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য ডঃ শফিকুর রহমান জাতীয়নেতা মশিউর রহমান যাদু মিয়ার পুত্র, সাবেক মন্ত্রী শফিকুল গাণি স্বপনের ছোট ভাই আনোয়ারুল গাণি‘র শশুর।

ডঃ শফিকুর রহমান আজ বুধবার দুপুর ১২.৪০ মিনিটে স্কয়ার হাসপাতালে ৯১ বছর বয়সে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি পুত্র ডঃ পারভেজ শাহেদ ও কণ্যা নাসরিক গানি সহ নাতি-নাতনি, অসংখ্য গুগ্রাহী রেখে গেছেন। আগামী ১৮ সেপেপ্টম্বর শুক্রবার বাদ জুমা তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

ডঃ শফিকুর রহমানের মৃত্যুতে আরো শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজু ও সদস্য সচিব মোঃ শহীদুননবী ডাবলু।