Fri. Oct 17th, 2025
Advertisements

1খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫
উগ্রপন্থা দমনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে আরও উদ্যোগী হতে বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক গার্ডিয়ানে বাংলাদেশে ধর্মীয় উগ্রপন্থিদের উত্থান এবং এর পিছনে ইউরোপ-আমেরিকা ফেরতদের ভূমিকা তুলে ধরে বুধবার একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও রাজনীতিবিদ, মৌলবাদবিরোধী আন্দোলনের কর্মী ও নিরাপত্তা বিশেষজ্ঞের বক্তব্য তুলে ধরা হয়েছে। ঢাকার নিরাপত্তা ও গোয়েন্দা বিশেষজ্ঞদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ জিহাদিরা বাংলাদেশে মৌলবাদের উত্থানের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। তরুণ ধর্মীয় মৌলবাদীদের তারা আইএসের প্রতি সহানুভূতিশীল করে তুলছে। “ব্রিটেনের বাঙালি কম্যুনিটিগুলো থেকে উগ্রবাদে অর্থায়নকারী ও লোক সংগ্রহকারীরা স্থানীয়দের আন্তর্জাতিক জিহাদে অংশ নিতে উৎসাহ যোগাচ্ছে এবং সালাফি গোষ্ঠীগুলোতে বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে।