Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫
7বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অন্যতম চার সদস্য নাসির হোসেন, তাসকিন, সৌম্য সরকার ও আনামুল হক বিজয়কে এবার দেখা যাবে এনটিভির গেইম শো ‘নট আউট’-এ। জনপ্রিয় ক্রিকেটাররা তাদের অবসর সময়ে বিশেষ ঈদ অনুষ্ঠানের রেকর্ডিংয়ে যোগ দিয়েছেন। লাটিম, মার্বেল ও ডার্টবোডসহ বিভিন্ন মজার মজার খেলায় অংশ নেয়ার ফাঁকে তারা নানা আলোচনাতে জমিয়ে তুলেছেন এই অনুষ্ঠানটি। কাজী মোহাম্মদ মোস্তফার পরিচালনায় এই গেইম শো টির উপস্থাপনা করেছেন নাবিলা। অনুষ্ঠানের পুরো অংশই এফডিসিতে ধারণ করা। ঈদের ৪র্থ দিন রাত ৯টায় এনটিভিতে প্রচার হবে।