Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫
42ফ্যাশন ব্র্যান্ড হিসেবে এই প্রথম অ্যাপল মিউজিক এর সঙ্গে যুক্ত হতে যাচ্ছে বারবেরি। বুধবার থেকে তারা অ্যাপল মিউজিক এর সঙ্গে যুক্ত হবে। রোলিং স্টোন, এনএমই এবং ভাইস এর মতো এখন বারবেরিও অ্যাপল মিউজিকের চ্যানেলে নিজেদের যুক্ত করতে যাচ্ছে।
অ্যাপল বিটসের মতো এ চ্যানেল কোনো লাইভ স্টেশন নয়। ব্রিটিশ শিল্পীদের ধারণ করা গান এবং পারফরমেন্স থাকবে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল।
বারবেরি তাদের অনলাইন প্ল্যাটফর্ম বারবেরি অ্যাকস্টিকের মাধ্যমে টম ওডেল, জেমস বে এবং কিয়েন এর মতো ব্রিটিশ শিল্পীদের গান প্রচার করে আসছে। অ্যাপল মিউজিকে বারবেরির সব কনটেন্ট ছাড়াও বেশ কিছু ভিডিও পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ফ্যাশন ব্র্যান্ড বারবেরি এবং অ্যাপলের এক সঙ্গে যুক্ত হওয়াটা ‘একটু বিব্রতকর’ হলেও এটি অ্যাপল এর ভবিষ্যৎ পরিকল্পনারই একটি অংশ বলে মনে করে সাইটটি।
অ্যাপলের রিটেইল বিভাগের বর্তমান প্রধান ও প্রতিষ্ঠানটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এঞ্জেলা আর্ডেন্টস আগে বারবেরির প্রধান নির্বাহী ছিলেন।