Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫
65অ্যাপলের মোবাইল অপারেটিং সিস্টেম আইওএস ৯ ডাউনলোডের জন্য উন্মুক্ত করেছে অ্যাপল। এটি ডাউনলোড করতে আইফোন বা আইপ্যাডে ১ দশমিক ৩ জিবি জায়গা ফাঁকা থাকতে হবে। আইফোন ৪ এস এবং এর পরে বাজারে আসা আইফোন, আইপ্যাড ২ ও এর পরবর্তী সংস্করণগুলোতে আইওএস ৯ হালনাগাদ করে নেওয়া যাবে। এটি আইপ্যাড মিনির সব মডেল ও পঞ্চম প্রজন্মের আইপড টাচেও ডাউনলোড করা যাবে। যেভাবে ডাউনলোড করবেন আইওএস ৮.৪ চালিত ডিভাইসহগুলোতে আইওএস ৯ হালনাগাদ করে নিতে সেটিংস অ্যাপে যেতে হবে। সেখান থেকে জেনারেল মেনুতে গিয়ে সফটওয়্যার আপডেট করা যাবে। আপডেট দেওয় হলে ডাউনলোড ও ইনস্টল বাটন পাওয়া যাবে। এই বাটনে ক্লিক করে পাসকোড দিতে হবে। এ ছাড়া অ্যাপলের শর্তে রাজি হতে হবে। আপডেট করার সময় ব্যাটারির চার্জ যেন ৫০ শতাংশের বেশি থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। পিসি বা ম্যাক থেকে আইটিউনস দিয়েও আইওএস ৯ হালনাগাদ করে নেওয়ার সুযোগ রয়েছে। তবে আইটিউনস দিয়ে আপডেটের সময় ফোনের ব্যাকআপ রাখা ভালো। আইওএস ৯ এর ফিচার নতুন এই সংস্করণে আইপ্যাডের জন্য বিশেষ মাল্টিটাস্কিং ফিচার যুক্ত হয়েছে। একে দুটি অ্যাপ পাশাপাশি চালু রেখে কাজ করা যাবে। আইওএসে যে অ্যাপগুলো বিল্ট ইন আছে তা আরও উন্নত করেছে অ্যাপল। আইওএস ৯ সংস্করণে বেশ কিছু উন্নত ফিচার যুক্ত করেছে অ্যাপল। এটি ব্যাটারির সক্ষমতা বাড়াতে পারে। অ্যাপলের আইওএস-৯-এ কম খরচের পাওয়ার মুডে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। অ্যাপল বলছে, সেটিংসের যেকোনো ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ বা ভিজুয়াল ইফেক্ট না কমালে বা নিষ্ক্রিয় না করলেও ব্যাটারির চার্জ কমপক্ষে তিন ঘণ্টা পর্যন্ত থাকবে। সাধারণ ডিজাইনের সিরি অ্যাপটি এখন আরও অসাধারণ কাজ করবে। আপনি তাকে স্থান এবং সময়বিষয়ক প্রশ্ন করা যাবে। এতে নোটস অ্যাপটি আরও উন্নত হয়েছে। থাকছে দ্রুত চেক লিস্ট বানানোর সুবিধা, ইচ্ছেমতো ফরম্যাটিং ও ছবি যোগ করার সুযোগ। সাফারি বা অন্য যেকোনো অ্যাপ থেকে লেখাগুলোকে শেয়ার বোতাম চেপে নোটসে নিয়েও কাজ করা যাবে। আইপ্যাডে বিভক্ত পর্দায় দুই অ্যাপসকে পাশাপাশি চালানোর সুবিধা থাকছে। ফলে সত্যিকারে মাল্টিটাস্কিং সুবিধাটি পাওয়া যাবে এতে।