Tue. Sep 16th, 2025
Advertisements

dfuiogvjdf,gkfdcvktujখোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫ রানা প্লাজা ধসের কাহিনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘রানা প্লাজা’র প্রদর্শনী ও সম্প্রচারে স্থাগিতাদেশ চেয়ে করা রিভিউ আবেদন খারিজ করে দিয়েছিলেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের একটি বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। সব কিছু ঠিকঠাক ছিল। নির্মাতা নজরুল ইসলাম খান আশার আলো দেখছিলেন ছবিটির মুক্তির ব্যাপারে। কিন্তু সন্ধ্যার আগেই পাওয়া গেলো আরেক নতুন খবর।
রাষ্ট্রপতির আদেশে এবার ছবিটি আটকে গেল। আজ বৃহস্পতিবার বিকেলে পরী মণি ও সায়মন অভিনীত চলচ্চিত্রটির প্রদর্শনী সাময়িকভাবে স্থগিত করে প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতি আদেশে বলা হয়, ‘সিভিল রিভিউ পিটিশন নং ১৯১/২০১৫ শুনানিকালে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পর্যবেক্ষণের আলোকে ফিল্ম সেন্সর আপিল কমিটি কর্তৃক ‘রানা প্লাজা’ নামক চলচ্চিত্রের আপিল সংক্রান্ত সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত সেন্সর সার্টিফিকেট সাময়িকভাবে স্থগিত করা হলো এবং ‘রানা প্লাজা’ নামক চলচ্চিত্র সমগ্র বাংলাদেশে প্রচার সাময়িকভাবে স্থগিত করা হলো।’ এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।