খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫
মেইল ও বার্তা আদান প্রদানের ‘সেন্ড’ অ্যাপ্লিকেশনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করেছে মাইক্রোসফট। এর আগে এটি কেবল আইওএস প্ল্যাটফর্মের জন্য উন্মুক্ত করেছিল মাইক্রোসফট। তবে গতকাল বুধবার অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে এটি উন্মুক্ত করেছে মাইক্রোসফট। এর আগে এই অ্যাপ্লিকেশনটি শুধু যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যবহারকারীরা ব্যবহার করতে পারতেন। এখন যুক্তরাজ্য, ব্রাজিল ও ডেনমার্কের ব্যবহারকারীরাও এটি ব্যবহার করতে পারবেন। গত জুলাই মাসে উন্মুক্ত হওয়া সেন্ড অ্যাপটির কোডনাম ছিল ফ্লো। আউটলুক ও অফিস ৩৬৫ বিজনেস ও স্কুল মেইল অ্যাকাউন্টধারীরা এটি ব্যবহার করার সুযোগ পেতেন। অ্যান্ড্রয়েডের প্রিভিউ সংস্করণের পর এবারে উইন্ডোজ ফোনের জন্য এই অ্যাপটি শিগগিরই উন্মুক্ত করতে পারে মাইক্রোসফট।