খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বিরোধী দলীয় নেতা রওশদ এরশাদকে ঈদুল আজহার শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকেও শুভেচ্ছা কার্ড পাঠানো হয়। দুপুরে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার খুরশীদ আলম জাতীয় সংসদের কার্যালয়ে এরশাদের সহকারী একান্ত সচিব মো. মনজুরুল ইসলাম এবং পরে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে রওশন এরশাদের সহকারী একান্ত সচিব সুজাউল ইসলাম কাছে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন। বিকালে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার কার্ড পৌঁছে দেয়া হয়। বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এই শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন।