Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০১৫
9দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি। জনপ্রিয় হওয়ার পাশাপাশি ব্যক্তিগত, পারিবারিকসহ বিভিন্ন কারণে তাকে নিয়ে আলোচনা, সমালোচনা ও বিতর্কও কম হয়নি। ছোট পর্দায় কাজ করার পাশাপাশি কয়েকটি চলচ্চিত্রেও কাজ করেছেন এই গ্ল্যামারাস কন্যা। তবে দীর্ঘ সময় ধরে রহস্যজনক ভাবে অনেকটাই আড়ালে চলে গিয়েছিলেন তিন্নি। অনেকটা হঠাৎ করেই তিনি মিডিয়ার সব কাজ থেকে দূরে চলে যান। অবশ্য হঠাৎ করে সবাইকে চমকে দেয়া কিংবা হারিয়ে যাওয়ার ঘটনা তিন্নির ক্যারিয়ারে নতুন কিছু নয়। তবে তিন্নি ভক্তদের জন্য সুখবর হলো হঠাৎ করেই তিনি আবারও ছোট পর্দায় ফিরেছেন। নতুন একটি নাটকে অভিনয়ও করেছেন তিনি। মা কস্তুরী দত্ত মজুমদারের লেখা নাটকের মাধ্যমেই প্রত্যাবর্তন হয়েছে তার। ‘একই বৃন্তে’ নামক এ নাটকটি পরিচালনা করেছেন সুজন শাহরিয়ার। সম্প্রতি এ নাটকের শুটিং করতে গিয়ে দীর্ঘ সময় পর আবার চিরপরিচিত ক্যামেরার সামনে দাঁড়ালেন তিন্নি। শুটিংয়ে আগের মতোই প্রাণবন্ত তিন্নিকেই আবিষ্কার করা গেছে। মায়ের নাটকের মাধ্যমে ফেরা প্রসঙ্গে তিন্নি বলেন, অনেক দিন পর নাটকে ফিরলাম। তাই অনেক বেশি ভাল লাগছে। আরও বেশি ভাল লাগছে মায়ের লেখা নাটকে কাজ করতে পেরে। অনেক সুন্দর গল্পের নাটক এটি। নিজের মা বলে বলছি না। নাটকটি দেখলেই সেটা বোঝা যাবে। সব মিলিয়ে আমি অনেক হ্যাপি এ নাটকে অভিনয় করে। আশা করছি, ভাল লাগবে দর্শকদের। নিয়মিত এখন থেকে নাটকে অভিনয় করবেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিন্নি বলেন, এতদিন বিভিন্ন কারণে আসলে কাজ করিনি। অনেক জটিলতার মধ্যে ছিলাম। ইচ্ছে আছে এখন থেকে নিয়মিত অভিনয়ের। তবে অল্প সংখ্যক নাটকে বেছে বেছে কাজ করতে চাই। এক্ষেত্রে গল্প ও চরিত্রটাকে প্রাধান্য দেবো। আশা করছি, এখন থেকে নিয়মিত দেখা হবে দর্শকদের সঙ্গে।