Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০১৫
42চার্জ না থাকা কিংবা চার্জ হতে দেরি হচ্ছে, এখন পর্যন্ত স্মার্টফোন প্রযুক্তির বিরুদ্ধে উঠে আসা অভিযোগগুলোর মধ্যে অন্যতম। কিন্তু মনে হচ্ছে, এ সমস্যাও আর খুব বেশিদিন থাকবে না। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের একটি প্রতিবেদনে বলা হয়েছে, স্মার্টফোনের ‘ইন্টেল’ হিসেবে খ্যাত কোয়ালকোম তাদের পরবর্তী প্রজন্মের চিপে রাখছে ‘কুইকচার্জ ৩.০’ প্রযুক্তি, যার মাধ্যমে খুব দ্রুত স্মার্টফোন চার্জ দেওয়া সম্ভব হবে। তবে নতুন স্ন্যাপড্রাগন ৮২০, ৬২০, ৬১৮, ৬১৭ এবং ৪৩০ প্রসেসরের স্মার্টফোনগুলোতেই শুধু দ্রুত চার্জ দেওয়ার এই সুবিধা পাওয়া যাবে। কোয়ালকোম দাবি করছে, নতুন এই প্রযুক্তি, অর্থাৎ কুইকচার্জ ৩.০-এর মাধ্যমে কুইকচার্জ ১.০-এর থেকে প্রায় দ্বিগুণ গতিতে চার্জ দেওয়া যাবে। ১.০-এর মাধ্যমে ৩৫ মিনিটে ৪০ শতাংশ চার্জ সম্পন্ন করা যেত এবং ৩.০ দিয়ে একই পরিমাণ সময়ে চার্জ দেওয়া যাবে ৮০ শতাংশ। দ্রুতগতিসম্পন্ন চার্জিংয়ের জন্য বিভিন্ন এলগোরিদম আবিষ্কারসহ চার্জিং ভোল্টেজকে আরো প্রশস্ত করতে হয়েছে। এ ছাড়া বিভিন্ন ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটে পরীক্ষা করে দেখা গেছে, কুইকচার্জ ২.০ থেকে কুইকচার্জ ৩.০ আরো ৩৮ শতাংশ বেশি দক্ষতার সঙ্গে কাজ করতে পারে। কুইকচার্জ ৩.০-এর আরেকটি ভালো দিক হচ্ছে, এটি যেকোনো ধরনের ইউএসবি পোর্টের সঙ্গে কাজ করতে সক্ষম। ফুল সাইজের ইউএসবি থেকে শুরু করে মাইক্রো ইউএসবি, এমনকি নতুন ইউএসবি পোর্ট সি-এর সঙ্গেও খুব সহজেই চার্জ দেওয়া যায়। তবে মজার ব্যাপার হচ্ছে, শুধু ইউএসবি নয়, কুইকচার্জ ৩.০-এর মাধ্যমে ওয়াই-ফাই চার্জিংও হবে দ্রুতগতিতে। তবে এই সুবিধা পেতে হলে আগে আপনাকে প্রথমে গ্যালাক্সি এস ৬, এস ৬ এজ, নোট ৫ কিংবা এস ৬ এজ প্লাস সেটগুলোর কোনো একটির মালিক হতে হবে। কারণ, আর অন্য কোনো সেটে ওয়াই-ফাই চার্জিংয়ের এ সুবিধা নেই।