Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০১৫
59ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অন্যান্য ইউনিটের মতো এবার ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটেও (আইবিএ) বিবিএ তে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেবার সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইবিএ কর্র্তৃপক্ষ।
আগামী ২০ নভেম্বর অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষায় কেবল ২০১৫ সালে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণরাই ভর্তির আবেদন করতে পারবেন।আইবিএ-এর পরিচালক অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্টরা বলছেন, এ নিয়মের ফলে ২০১৪ সালে বা এর আগে যারা এইচএসসি পাস করেছেন তারা আর আইবিএতে ভর্তির জন্য পরীক্ষা দিতে পারবেন না।
যদিও এর আগে এ ধরনের কোনো নিয়ম ছিল না। যে কোনো শিক্ষাবর্ষে এইচএসসি উত্তীর্ণরা (অনুর্ধ ২১ বছর) আইবিএতে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পেতেন।