Fri. Oct 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫
8বেতন স্কেল পুনর্র্নিধারণসহ ছয় দফা দাবি পূরণে সহকারী প্রাথমিক শিক্ষকরা পাঁচ দিনের কর্মবিরতি শুরু করেছেন।
শনিবার সকাল থেকে প্রাথমিক শিক্ষকদের চারটি সংগঠনের ডাকে এ কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা।
এর মধ্যে ১৯ থেকে ২১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে ১২টা এবং ২২ সেপ্টেম্বর সারা দিন কর্মবিরতি পালন করবেন।
কর্মসূচির মধ্যে আরো রয়েছে— আগামী ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীকী অনশন।
যৌথভাবে কর্মসূচির ঘোষণা দেওয়া চারটি সংগঠন হলো— বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক ফোরাম।
শুক্রবার শিক্ষক সংগঠনগুলোর এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচির তথ্য জানানো হয়।
সহকারী প্রাথমিক শিক্ষকদের ছয় দফা দাবি হচ্ছে—সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে পুনর্র্নিধারণ করা, সরাসরি প্রধান শিক্ষক পদে নিয়োগ বন্ধ করে সহকারী শিক্ষকদের মধ্য থেকে নিয়োগ দেওয়া, শিক্ষক নিয়োগে নারী-পুরুষ নির্বিশেষে স্নাতক ডিগ্রি নির্ধারণ করা, জাতীয় শিক্ষানীতি অনুযায়ী শিক্ষকদের জন্য বেতন স্কেল ঘোষণা ও প্রাথমিক বিদ্যালয়গুলোকে অষ্টম শ্রেণি পর্যন্ত করা, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল এবং প্রাথমিক শিক্ষকদের জন্য অর্জিত ছুটির বিধান করা।