খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫
বছরের এই সময়ে ব্যস্ত সময় কাটাচ্ছে টেকজায়ান্ট প্রতিষ্ঠানগুলো। গত ৯ সেপ্টেম্বর আইফোনসহ বিভিন্ন চমক নিয়ে এলো অ্যাপল। ৬ অক্টোবর বেশ কিছু হার্ডওয়্যার উন্মুক্ত করার কথা মাইক্রোসফটের। এর মধ্যে জানা গেল আগামী ২৯ সেপ্টেম্বর, সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হবে গুগলের একটি ইভেন্ট, যেখানে নতুন দুটি নেক্সাস ফোন উন্মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ঘোষণা আসতে পারে একটি ক্রোমকাস্টের। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের একটি প্রতিবেদন থেকে আরো জানা যায়, এরই মধ্যে গুগল এই অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিলি করা শুরু করে দিয়েছে। যদিও সেই ইভেন্টে কী হতে যাচ্ছে সে সম্পর্কে কিছু লেখা নেই আমন্ত্রণপত্রে। তবে নেক্সাস ফোনের ব্যাপারে মোটামুটি সবাই নিশ্চিত। এ ছাড়া অ্যানড্রয়েডের নতুন আপডেট ‘মার্শম্যাল্লো’-র আনুষ্ঠানিক ঘোষণাও আসতে পারে। গুগলের নতুন দুটি অ্যানড্রয়েড হ্যান্ডসেটের একটির নাম হতে পারে নেক্সাস ৫ এক্স এবং অপরটির নাম নেক্সাস ৬ পি। সেট দুটি নির্মাণ করেছে যথাক্রমে এলজি এবং হুয়াউয়ে। সাম্প্রতিক সব প্রতিবেদন এবং গুজব থেকে এ রকমই জানা গিয়েছে। সম্প্রতি আর একটি গুজব বেরিয়েছে যে, গুগল নতুনভাবে ডিজাইন করে একটি ক্রোমকাস্ট উন্মুক্ত করতে পারে, যেটি আপডেট করা হবে। ফাঁসকৃত তথ্যাদি থেকে আরো জানা যায়, গুগল বেশ কয়েকদিন ধরেই একটি নতুন স্ট্রিমিং ডঙ্গলের কথা ভাবছে। তাই সবকিছু মিলিয়ে আশা করাই যায় যে নেক্সাস ফোন দুটির সঙ্গে ক্রোমকাস্টও আছে চমকের লিস্টে। তবে এখানেই শেষ নয়, আরো অনেক হার্ডওয়্যারের ব্যাপারে গুজব রয়েছে। দেখা যাক এবার এর মধ্যে কতগুলো বাস্তব রূপ লাভ করে।