Fri. Oct 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫ :
1টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় উদ্বেগ জানিয়ে প্রতিবাদ-বিক্ষোভ মোকাবেলায় বলপ্রয়োগের ক্ষেত্রে আইন-শৃঙ্খলাবাহিনীর আরো সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
ওই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।
কালিহাতী উপজেলায় ছেলের সামনে মাকে ‘ধর্ষণের’ অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে বিক্ষুব্ধ এলাকাবাসীর সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে তিনজন নিহত হন।
এ ঘটনার নিন্দা জানিয়ে শনিবার আসকের এক বিবৃতিতে বলা হয়, “এটি আমাদের কাছে পরিস্কার নয় যে, ফাঁকা গুলি ছোড়ার কারণে এতোজন মানুষ কিভাবে গুলিবিদ্ধ হতে পারে। এলাকাবাসীর অভিযোগ পুলিশ বিক্ষোভকারীদের ওপর এলোপাথারি গুলি চালিয়েছে।
“আমরা মনে করি, প্রতিবাদ-বিক্ষোভ মানুষের গণতান্ত্রিক অধিকার। তবে প্রতিবাদে সহিংসতার আশ্রয় নেয়া অবশ্যই সমর্থনযোগ্য নয়। অন্যদিকে আইন-শৃঙ্খলা বাহিনীকেও সুনির্দিষ্ট কিছু মান বজায় রাখতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিক্রিয়া হতে হবে ভারসাম্যপূর্ণ অর্থাৎ যতটা বলপ্রয়োগ না করলেই নয়। বিশেষ করে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও আন্তর্জাতিক মান বজায় রাখা অবশ্য কর্তব্য।”