Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫ :
8সৌদি আরবে সিডিউল ফ্লাইটে ২৬শ ৯৫ জন হজ যাত্রী পাঠানোর অনুমতি পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার রাত ১২ টায় ৪শ ১৯জন হজ যাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দার বাদশাহ আব্দুল আজিজ এয়াপোর্টের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
রাত ২টা আরো একটি ফ্লাইট ছেড়ে যাওয়া কথা রয়েছে। আজ রোববার দুপুর ২ টা ৩০ মিনিটে আরো ৪শ ১৯ জন হজ যাত্রীর যাওয়া কথা রয়েছে। এর মাধ্যমে হজ ক্যাম্পে আটকে পড়া সাড়ে ৪ হাজার হজ যাত্রীর সৌদি আরব যাওয়ার প্রক্রিয়া শুরু হলো।
ধর্ম সচিব চৌধুরী মোহাম্মদ বাবুল জানিয়েছেন, বিমানের আরো সিডিউল ফ্লাইটে এবং সাউদিয়ার বিশেষ ফ্লাইটে রোববার বিকেলের মধ্যেই আটকে পড়া সকল হজ যাত্রীকে সৌদি আরব নিয়ে যাওয়ার ব্যবস্থা করা করেছে সরকার।
তবে সাড়ে ৪ হাজার হজ যাত্রীর মধ্যে ২৬শ ৯৫ জনের যাওয়ার ব্যাপারে নিশ্চিত হলেও বাকিদের যাওয়ার ব্যাপারে এখনও অনিশ্চিত রয়েছে।