খোলা বাজার২৪ ॥ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫ :
গ্যালাক্সির নাম শুনেছেন? নিত্যনতুন বিমানের খোঁজ যাঁরা রাখেন, তাঁরা নিশ্চিত ভাবেই জানেন বা চেনেন ঈ-৫ গ্যালাক্সিকে। কিন্তু, যাঁরা আগে শোনেননি বা দেখেননি, তাঁরাও জানলে অবধারিত ভাবে বিস্মিত হবেন। বলা হচ্ছে, দুনিয়ার বৃহত্তম মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্র্যাফ্ট। খোলা-বন্ধেও রয়েছে বৈচিত্র্য, সবই বিমানের মুড়ো দিয়ে। পুরো নাম, লকহিড সি-ফাইভ গ্যালাক্সি।
মার্কিন এয়ার ফোর্সের এই দৈত্যাকৃতি বিমানটিকে দেখলে, যে কারও মাথা ঘুরে যাবে। অন্য বিমানকে অনায়াসে গিলে নিতে পারে। মানে, সহজেই পেটে ঢুকে যাবে। এই গ্যালাক্সির সঙ্গে আপনি অনেকক্ষেত্রে মিল পাবেন সি-১৪১-এর সঙ্গে। তবে, সি-১৪১’ও গ্যালাক্সির মতো এত বড় নয়। বোয়িং সি-১৭’ও এই বিমানের কাছে যেন নস্যি।
মার্কিন বায়ুসেনা সেই ১৯৬৯ থেকেই ব্যবহার করছে সি ফাইভ গ্যালাক্সি। বলা যায়, আকাশের শেষ কথা। অতীতে মার্কিন মিলিটারি অভিযানে বা যুদ্ধেও ব্যবহার করা হয়েছে। তারই আপগ্রেড ভার্সন ঈ-৫গ সুপার গ্যালাক্সি।আকাশের শেষ কথা, ঈ-৫ গ্যালাক্সি দেখুন
ঈ-৫ গ্যালাক্সির নাম শুনেছেন? নিত্যনতুন বিমানের খোঁজ যাঁরা রাখেন, তাঁরা নিশ্চিত ভাবেই জানেন বা চেনেন ঈ-৫ গ্যালাক্সিকে। কিন্তু, যাঁরা আগে শোনেননি বা দেখেননি, তাঁরাও জানলে অবধারিত ভাবে বিস্মিত হবেন। বলা হচ্ছে, দুনিয়ার বৃহত্তম মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্র্যাফ্ট। খোলা-বন্ধেও রয়েছে বৈচিত্র্য, সবই বিমানের মুড়ো দিয়ে। পুরো নাম, লকহিড সি-ফাইভ গ্যালাক্সি।
মার্কিন এয়ার ফোর্সের এই দৈত্যাকৃতি বিমানটিকে দেখলে, যে কারও মাথা ঘুরে যাবে। অন্য বিমানকে অনায়াসে গিলে নিতে পারে। মানে, সহজেই পেটে ঢুকে যাবে। এই গ্যালাক্সির সঙ্গে আপনি অনেকক্ষেত্রে মিল পাবেন সি-১৪১-এর সঙ্গে। তবে, সি-১৪১’ও গ্যালাক্সির মতো এত বড় নয়। বোয়িং সি-১৭’ও এই বিমানের কাছে যেন নস্যি।
মার্কিন বায়ুসেনা সেই ১৯৬৯ থেকেই ব্যবহার করছে সি ফাইভ গ্যালাক্সি। বলা যায়, আকাশের শেষ কথা। অতীতে মার্কিন মিলিটারি অভিযানে বা যুদ্ধেও ব্যবহার করা হয়েছে। তারই আপগ্রেড ভার্সন ঈ-৫গ সুপার গ্যালাক্সি।