খোলা বাজার২৪ ॥ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫
দীপিকা পাড়কোন এবং ক্যাটরিনা কাইফকে নিয়ে সমালোচনায় থাকা বলিউড অভিনেতা রণবীর কাপুর আবারো আলোচনায় চলে এসেছেন। তবে এবার কোনো সিনেমা বা প্রেমের খবরের শিরোনাম হননি বরফি ছবিতে অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করা রণবীর। সম্প্রতি এইচটি ইয়ুথ সার্ভে নামে এক জরিপে সবচেয়ে ‘যৌন আবেদন সম্পন্ন পুরুষ’ নির্বাচিত হয়েছেন এ অভিনেতা। আর সবচেয়ে বেশি ‘যৌন আবেদন সম্পন্ন নারী’ নির্বাচিত হয়েছেন তার প্রেমিকা ক্যাটরিনা কাইফ। ভারতের একটি পত্রিকা এ জরিপটি পরিচালনা করে। জরিপে আরেক অভিনেতা আনুশকা শর্মার বয় ফ্রেন্ড ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় বিরাট কোহলির সঙ্গে তার তীব্র প্রতিদ্বন্দ্বীতা হয়। ২৫ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে ‘সেক্সিয়েস্ট ম্যান’ নির্বাচিত হন রণবীর। দ্বিতীয় স্থানে চলে যান বিরাট কোহলি। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ও সিদ্ধার্ত মালহোত্রা।