খোলা বাজার২৪ ॥ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫
হাতে তৈরি একটা অ্যালার্ম ঘড়ি তৈরি করে বেশ আলোচিত হয় টেক্সাসের ১৪ বছরের মুসলিম কিশোর আহমেদ মুহাম্মদ। এবার মুহাম্মদকে একগাদা প্রযুক্তি পণ্য উপহার দিয়ে চমকে দিয়েছে মাইক্রোসফট। স্থানীয় সময় শুক্রবার মাইক্রোসফট তার কাছে এই উপহারের প্যাকেজ পৌঁছে দেয়। এক টুইট বার্তায় এই তথ্য প্রকাশ করেছেন ডালাস কাউন্সিল অন অ্যামেরিকান-ইসলামিক রিলেশনস এর নির্বাহী পরিচালক আলিয়া সেলিম। এখন পর্যন্ত আহমেদ যে কয়টি সাক্ষাৎকার দিয়েছে, তার সবকটিতেই উপস্থিত ছিলেন তিনি। মাইক্রোসফটের দেওয়া উপহারের তালিকায় আছে সারফেস প্রো ৩ ট্যাব, মাইক্রোসফট ব্যান্ড, অফিস ৩৬৫ সাবস্ক্রিপশন, থ্রিডি প্রিন্টারসহ আরো অনেক কিছু।