খোলা বাজার২৪ ॥ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫
ঈদ-উল-আযহাকে সামনে রেখে হ্যান্ডসেট প্রস্তুতকারক কোম্পানি স্যামসাং এবং মোবাইল অপারেটর রবি ‘ঈদ অফার’ ঘোষণা করেছে। রোববার স্যামসাংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রাহকরা স্যামসাং গ্যালাক্সি জে১ অথবা কোর প্রাইম কিনলে একটি স্যামসাং ফ্রিজ জিতে নেওয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়াও অফারটিতে এক হাজার টাকা মূল্যের নিশ্চিত ক্যাশব্যাক এবং রবির পক্ষ থেকে বান্ডেল থাকছে। গ্রাহকরা এই দুটি ডিভাইসের যে কোনো একটি ক্রয়ের মাধ্যমে একটি স্যামসাং আরটি৩৬ ফ্রিজ জিতে নেওয়ার সুযোগ পাচ্ছেন। ৩৪৫ লিটার ধারণক্ষমতাসম্পন্ন ফ্রিজটিতে আছে ডিজিটাল ইনভার্টার টেকনোলজি এবং ১০ বছরের ওয়ারেন্টি। গ্রাহকরা ডিভাইসগুলো কিনলেই পাচ্ছেন এক হাজার টাকার নিশ্চিত ক্যাশব্যাক এবং রবির বান্ডেল প্যাকেজ। কোর প্রাইম এর সাথে রবি দিচ্ছে ১২ হাজার ৯৯০ টাকা সমমূল্যের বোনাস, যার মধ্যে রয়েছে ১৮ জিবি ইন্টারনেট; ৪ হাজার ৫০০ মিনিট (রবি-রবি); ১ হাজার ৮০০ মিনিট (রবি- অন্যান্য অপারেটর) এবং ১ হাজার ৫০০ এসএমএস। গ্যালাক্সি জে১ এর সাথে রবি দিচ্ছে ১০ হাজার ৯৯০ টাকা সমমূল্যের বোনাস যার মধ্যে রয়েছে ১২ জিবি ইন্টারনেট; ৩ হাজার ৬০০ মিনিট (রবি-রবি); ১ হাজার ৫০০ মিনিট (রবি- অন্যান্য অপারেটর) এবং ১ হাজার ৫০০ এসএমএস। এই আফার পেতে, গ্রাহকদেরকে মোবাইলের ইএ (সিরিয়াল নম্বর) এসএমএসের মাধ্যমে লিখে ৬৯৬৯ এই নম্বরে পাঠিয়ে দিতে হবে। ফিরতি এসএমএসের মাধ্যমে তিনি জানতে পারবেন আরটি ৩৬ রেফ্রিজারেটর বা ১ হাজার টাকা ক্যাশব্যাক – কোনটি জিতেছেন। ফিরতি এসএমএস দেখিয়ে গ্রাহক তার পুরষ্কারটি সংগ্রহ করতে পারবেন। কোর প্রাইম এর মূল্য ১২ হাজার ৯৯০ টাকা এবং গ্যালাক্সি জে১ এর মূল্য ১০ হাজার ৯৯০ টাকা। নিশ্চিত ক্যাশব্যাকসহ যথাক্রমে এই দুটি ফোনের মূল্য হচ্ছে ১১ হাজার ৯৯০ টাকা এবং ৯ হাজার ৯৯০ টাকা।