খোলা বাজার২৪ ॥ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
সেলজি জ্বরে কাঁপছে পুরো দুনিয়া। উঠতে বসতে, মাঠে-ঘাটে, পথে-প্রান্তরে সব খানেই সেলফি তোলা চাই। সেলফি তোলার জন্য জনপ্রিয় বস্তুটি সেলফি স্টিক। সেলফি স্টিক, সেলফি জুতোর পর এবার এলো সেলফি স্পুন। এই বিশেষ স্পুন দিয়ে খেতে খেতে সেলফি তোলা যাবে। বাজারে আসা নতুন সেলফি স্পুনটি ৩০ ইঞ্চি পর্যন্ত লম্বা করা যাবে। ফলে খাওয়ার সময় খাবার টেবিলের আদ্যোপান্ত উঠে আসবে সেলফিতে। সেলফি স্টিকের মতই এটি গুটিয়ে পকেটে ভরে রাখা যাবে। সেলফি স্পুন দেখতে সেলফি স্টিকের মতই। স্টিকের সঙ্গে এটার পার্থক্য হলো স্টিকের মাথায় স্পুন বা চামচ রয়েছে। এই সেলফি স্পুনটি তৈরি করেছে দ্য জেনারেল মিলস ব্যান্ড ছিনেমন টোস্ট ক্র্যাঞ্চ নামের একটি প্রতিষ্ঠান। সেলফি স্টিকের মতই এই স্পুন ব্লুটুথের মাধ্যমে কাজ করে। স্মার্টফোনের ব্লুটুথ এবং সেলফি স্পুনের ব্লুটুথ অন করে তোলা যাবে সেলফি। ঘরে বসেই পাওয়া যাবে সেলফি স্পুন। এজন্য ঝবষভরবঝঢ়ড়ড়হ.পড়স এই ঠিকানায় গিয়ে অর্ডার দিতে হবে। সেলফি স্পুনের মূল্যের সঙ্গে শিপিং চার্জ যোগ হবে।