Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
35যুক্তরাষ্ট্রের আদালতে স্মার্টফোনের পেটেন্ট ইসু নিয়ে করা মামলার আপিলে আবারও জিতেছে টেক জায়ান্ট অ্যাপল। আইফোন নির্মাতার এই জয়ের ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বেশ কয়েকটি মডেলের স্মার্টফোন বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে স্যামসাং। বিবিসি জানিয়েছে, ২০১২ সালে দায়ের করা মামলায় স্যামসাংয়ের বিরুদ্ধে বিনা অনুমতিতে অ্যাপলের প্রযুক্তি ব্যবহারের অভিযোগ আনা হয়। ২০১৪ সালের মে মাসে ক্ষতিপূরণ হিসেবে অ্যাপলকে ১২ কোটি ডলার দেওয়ার জন্য স্যামসাংকে আদেশ দিয়েছিল মার্কিন আদালত। বিতর্কিত ওই ফোনগলো স্যামসাং যাতে বাজারজাত করতে না পারে সেই দাবিতে অ্যাপলের পক্ষ থেকে আপিল করা হয়েছিল। স্যামসাংয়ের এই কার্যক্রমের ফলে অ্যাপল খুব একটা আর্থিক ক্ষতির মুখে পড়ছে না-এই মর্মে বিচারকরা প্রথমদিকে আপিল খারিজ করে দেন। তবে নতুন রায়ও অ্যাপলের পক্ষেই এসেছে। অবশ্য ‘বিতর্কিত প্রযুক্তি’ ব্যবহার করা স্যামসাংয়ের বানানো স্মার্টফোনগুলোর উপর নিষেধাজ্ঞা এখনই এখনই কার্যকর হচ্ছে না। উচ্চ আদালতরে রায়ের পর আবারও দুই প্রযুক্তি প্রতিষ্ঠানকে যেতে হবে নিম্ন আদালতে। স্মার্টফোনগুলোর বিক্রির উপর নিষেধাজ্ঞা যথোপযুক্ত হবে কি না সেই সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্রের নিম্ন আদালত। অন্যদিকে গ্যালাক্সি এস৩-এর মতো বিতর্কিত ওই স্মার্টফোনগুলো ২০১২ সালে বাজারজাত শুরু হলেও বর্তমান বাজারে প্রায় নেই বললেই চলে। আর একাধিক আপডেটের ফলে স্যামসাংয়ের নতুন স্মার্টফোনগুলোতে বিতর্কিত ফিচারগুলোও প্রায় নেই। বিবিসি জানিয়েছে, আদালতের রায় ‘ভিত্তিহীন’ উল্লেখ করে স্যামসাংয়ের পক্ষ থেকে আদালতের রায়ের পূর্ণাঙ্গ ব্যখ্যা চাওয়ার কথা বলা হয়েছে। আর অ্যাপল বরাবরের মতো স্যামসাং জেনে শুনে ওই প্রযুক্তি ব্যবহার করেছে এমন বিবৃতিতেই অটল থাকছে। পেটেন্ট ইসু নিয়ে প্রযুক্তি জগতে অ্যাপল-স্যামসাং মামলার খবর বেশ পুরনোই বলা চলে। ২০১৪ সালের শেষ দিকে যুক্তরাষ্ট্রের বাইরে সব পেটেন্ট সংক্রান্ত মামলা বাতিলের সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠান দুটি। তবে ২০১২ সালে দায়েরকৃত মামলায় প্রথমদিকে পেটেন্ট ব্যবহারে ক্ষতিপূরণ হিসেবে ১শ’ কোটি ডলার পাওয়ার কথা ছিল অ্যাপলের। একাধিক শুনানি শেষে তা ৯৩ কোটি ডলার ঠিক করা হলে স্যামসাং ওই রায়ের বিরুদ্ধে আপিল করে।