খোলা বাজার২৪ ॥ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের গুলিতে চার জন নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের জন্য হাইকোর্টে রিট আবেদন করেছেন মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক এ্যাডভোকেট সালমা আলী। আজ সোমবার দুপুরে হাইকোর্টের সংশ্লি শাখায় তিনি এই রিট আবেদন দাখিল করেন। এর পর রিট আবেদনের প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হয়। বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও জাফর আহমেদ সমন্বিত বেঞ্চে এই শুনানি হয়। আদালত পরবর্তী শুনানির জন্য ৩০ সেপ্টেম্বর দিন করেছেন। এর আগে, শুক্রবার বিকেলে টাঙ্গাইলের কালিহাতীতে ছেলের সামনে মায়ের শ্লীলতাহানীর ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী রাস্তায় নেমে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। এ সময় পুলিশের গুলিতে আন্দোলনকারীসহ তিনজন নিহত হন। পরে রবিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ আরও এক জনের মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত কালিহাতী থানার সাত পুলিশ সদস্যকে প্রত্যাহার ও তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়।