খোলা বাজার২৪ ॥ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
শীঘ্রই ‘শপিং’ ও ‘সার্ভিসেস’ নামে নতুন দুটি বিভাগ যোগ করতে যাচ্ছে সামাজিক যোগাযোগের শীর্ষ মাধ্যম ফেইসবুক। বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বড় পরিসরে বিভাগ দুটি চালু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, নতুন বিভাগ দুটির সাহায্যে সরাসরি ফেইসবুক পেইজ থেকেই আরও সহজে ব্যবসা পরিচালনা করা সম্ভব হবে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে। অনেকটা ‘অনলাইন মল’-এর আদলে সেবা দেবে ফেইসবুকের নতুন ফিচারগুলো—জানিয়েছে ম্যাশএবল। ফেইসবুকের সিওও শেরিল স্যান্ডবার্গ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। স্যান্ডবার্গ জানান, ফেইসবুকে বর্তমানে সাড়ে চার কোটি পেইজ রয়েছে। পেইজ মালিকরা নিজস্ব ব্যবসার প্রয়োজনে আসন্ন নতুন এ বিভাগ দুটির সুযোগ-সুবিধা নিতে পারবেন বলেও জানান তিনি। এ ছাড়াও ভবিষ্যতে ব্যবসায়িক পেইজগুলোতে ‘কল টু অ্যাকশন’, ‘কল নাও’, ‘সেন্ড মেসেজ’ এবং ‘কনটাক্ট আস’ নামের চারটি বাটন যোগ করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। ফেইসবুক এক বিবৃতিতে জানিয়েছে, পেইজে এই নতুন ফিচারগুলো যোগ করার মাধ্যমে তারা তাদের প্ল্যাটফর্মে পরিচালিত ব্যবসাগুলোকে আরও সহজ করে তুলতে চাইছে। প্রতিষ্ঠানটি মনে করছে পেইজগুলো এমন হওয়া উচিত যেখান থেকে আরও সহজে ভোক্তারা তথ্য সংগ্রহ করতে পারবেন এবং ফেইসবুক প্ল্যাটফর্মে পরিচালিত ব্যবসাগুলো নিজেদের কাঙ্খিত লক্ষ্য সহজে অর্জন করতে পারবে।