খোলা বাজার২৪ ॥ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
লক্ষ লক্ষ বছর ধরে ঝাঁকে ঝাঁকে মৌমাছি প্রকৃতির নিয়মে পরিবেশের সঙ্গে টিকে আছে। তবে এখন প্রাকৃতিক মৌমাছির চলাফেরার দিক বিবেচনা করে তাদের কৃত্বিম রোবট তৈরি করা হচ্ছে। মৌমাছিদের চলাফেরায় ল্যাব টেস্ট চালিয়ে তাদের নিজস্ব গতিকে সমন্বয় করে কৃত্বিমভাবে একই ধরনের রোবট মৌমাছি তৈরি করা হচ্ছে। উড়ন্ত প্রাকৃতিক মৌমাছিদের রোবোটিক্স পদ্ধতিতে ঝাঁকে ঝাঁকে কৃত্বিমভাবে ব্যবহার করা হচ্ছে। মার্কিন সামরিক বাহিনী এই উন্নয়নমূলক কাজটি করছে। ইতিমধ্যেই কৃত্বিম রোবট ঝাঁকে ঝাঁকে উড়ছে এবং এই মৌমাছির রোবটের উন্নয়ন কাজ অব্যাহত রাখবে।