Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫
34জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিরুদ্ধে ব্যবহারকারীদের ওপর নজরদারির অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) মতো ফেসবুক কর্তৃপক্ষও অনুমতি ছাড়া ইউরোপীয় ব্যবহারকারীদের ওপর নজদারি চালিয়েছিল বলে অভিযোগ করেছে বেলজিয়ামের তথ্য সংরক্ষণ কর্তৃপক্ষ।
ফেসবুকের বিরুদ্ধে দায়ের করা এক মামলায় বেলজিয়ামের ব্যক্তিগত গোপনীয়তা বিষয়ক কমিশনের (বিপিসি) প্রতিনিধি ফ্রেডেরিক ডিবাসেরেসহ অন্য আইনজীবীরা এ অভিযোগ করেন।
বেলজিয়াম ও ইউরোপের ব্যক্তিগত গোপনীয়তা বিষয়ক আইন অমান্যের অভিযোগে ফেসবুকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছে বিপিসি। এতে বিজ্ঞাপনদাতাদের স্বার্থে ফেসবুক ব্যবহারকারীদের ওপর নজরদারির মাধ্যমে আইন অমান্যের অভিযোগ করা হয়েছে। ইউরোপের অন্য দেশগুলোও মামলাটির ওপর কড়া নজর রাখছে।
সোমবার আদালতে যুক্তিতর্ক উপস্থাপনের প্রথম দিন সোমবার এনএসআই’র গোপন তথ্য নজরদারি কার্যক্রমের দিকে ইঙ্গিত করে বিপিসি’র প্রতিনিধি ফ্রেডেরিক ডিবাসেরে বলেন, ‘এনএসআই সারা বিশ্বের লোকজনের ওপর নজরদারি করছে জানার পর সবাই হতাশ হয়। এই প্রতিষ্ঠানটিও (ফেসবুক) ঠিক একই কাজ করছে তবে সম্পূর্ণ ভিন্ন পন্থায়।’
ফেসবুক কর্তৃপক্ষ এমন নজরদারির অভিযোগ অস্বীকার করেছে। বিপিসির প্রতিবেদনটি মিথ্যা বলে উল্লেখ করেছে তারা।
এ বিষয়ে ফেসবুকের এক মুখপাত্র বলেন, ‘আমাদের কাজ কীভাবে ইইউ ও বেলজিয়ামের আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ তা আমরা আদালতকে দেখাব। বেলজিয়াম কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে সরাসরি আলোচনার জন্যও আমরা সবসময়ই প্রস্তুত।’ এমনকি বেলজিয়ামের অনেক ওয়েবসাইটের সঙ্গেও ফেসবুকের কাজের মিল রয়েছে বলে দাবি করেন তিনি।
ওই মুখপাত্র আরও বলেন, ‘বেলজিয়ামের তথ্য সংরক্ষণ কমিশনের উদ্বেগ নিরসনের জন্য আমরা বারবার সাহায্যের কথা বলেছি। কিন্তু এমন একটি অভিযোগে তারা আমাদের আদালতের কাঠগড়ায় নিয়ে এসেছেন যা আমরা করিনি। তারা ফেসবুকের নিরাপত্তামূলক একটি প্রযুক্তির ব্যবহার বন্ধ করতে চায়, কারণ তারা প্রযুক্তিটি সম্পর্কে ভুল বুঝেছে।’