Mon. Sep 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

7লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলামকে (৩২) মেডিকেল মোড় এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শরিফুল ইসলাম হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের পারুলিয়া গ্রামের মৃত সফিউল্লার ছেলে। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান জানান, ২০১৩ সালে হাতীবান্ধায় পুলিশের ওপর হামলা এবং হরতাল অবরোধে হামলা-ভাঙচুরের ঘটনায় দায়ের করা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি শরিফুল ইসলাম। ওইসব মামলায় তার নামে ওয়ারেন্ট জারি হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হাতীবান্ধা মেডিকেল মোড়ে এলে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।