Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫
50বিত্তশালীদের চিত্তসুখের জন্য নানা বিলাসবহুল জিনিস নিত্য উদ্ভাবন করা হচ্ছে। এবার তাতে যোগ হতে যাচ্ছে ভাসমান ব্যক্তিগত দ্বীপ যেটি নিজেই চলতে পারবে এবং বিশ্বের যে কোনও সমুদ্রের যেখানেই মন চায় সেখানেই এটিকে নিয়ে যাওয়া যাবে। এতে থাকবে একটি পেন্টহাউজ যেখানে বসে আপনি চারদিকের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ৮০ মিটার দীর্ঘ এলিভেটর দিয়ে পেন্টহাউজে ওঠা যাবে। থাকবে জঙ্গলময় একটি ডেক যাতে কৃত্রিম জলপ্রপাৎ থাকবে। থাকবে খোলামেলা খাবারের জায়গা। সেইসঙ্গে থাকছে একটি হ্যালি প্যাডও। এই ভাসমান দ্বীপের বাসিন্দা পৃথিবীর কোনও প্রকৃত উষ্ণম-লীয় দ্বীপের অবকাশযাপন কেন্দ্রে যেসব সুবিধা পাওয়ার আশা করতে পারেন সেসব সুবিধা যেমন, স্পা, জিম, বিউটি স্যালুন, বার এবং একটি সুইমিং পুল থাকবে এই ভাসমান দ্বীপে। চৎরাধঃব-রংষধহফ-২ দ্বীপটিতে একটি ঊর্ধ্বমুখি বাগান এবং পাম গাছ ও গ্রীষ্মম-লীয় ফুলের পাশাপাশি সবুজের সমারোহ থাকবে। এর চেয়েও বেশি অ্যাডভেঞ্চারপ্রিয় পর্যটকের জন্য দ্বীপটিতে থাকবে জেম্স বন্ড স্টাইলের একটি স্টেশন যেখান থেকে হাঙ্গরদের খাওয়ানোর ব্যবস্থা থাকবে। ব্যক্তিগত ডুবো ইয়ট তৈরির প্রতিষ্ঠান মিগালোর নকশাবিদরা এমন সব পরিকল্পনার সমাহার ঘটিয়েছেন যেটি নিকট ভবিষ্যতেই তৈরি করা সম্ভব বলে কোম্পানিটি জোরের সঙ্গে জানিয়েছে। চজওঠঅঞঊ-ওঝখঅঘউ-৩ মিগালুর কাছে যেসব প্রামাণ্য প্রযুক্তি রয়েছে তারই ভিত্তিতে কোকোমো এইল্যান্ড নামের এই ভাসমান দ্বীপ অর্থাৎ স্থানান্তরযোগ্য স্বর্গটি বিলাসবহুল হোটেল, কোম্পানির সদর দফতর বা ক্যাসিনো হিসাবেও যথার্থ। মিগালুর ব্যবস্থাপনা পরিচারক ক্রস্টিয়ান গামপোল্ড বলেন, তাদের এই পরিকল্পনায় ব্যাপক সাড়া পাওয়া গেছে এবং তাদের মক্কেলদের সবাই তাদের আইডিয়া পছন্দ করেছেন। তিনি বলেন, আমরা এখন এই প্রকল্পের ব্যাপারে অত্যন্ত উৎসাহী কয়েকজন খদ্দেরের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।