Thu. Sep 18th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫
16বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার লন্ডনে চিকিৎসকের কাছে স্বাস্থ্য পরীক্ষার জন্য গিয়েছিলেন। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক সাংবাদিকদের এ কথা নিশ্চিত করেন। তিনি বলেন, স্থানীয় সময় দুপুরে খালেদা জিয়া সেন্ট্রাল লন্ডনের হার্লি স্ট্রিটের একজন চিকিৎসকের কাছে যান। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে তার মাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। এ সময় তারেকের স্ত্রী ডা. জোবায়দা রহমান তাদের সঙ্গে ছিলেন। মায়ের চিকিৎসার বিষয়টি তারেক রহমান নিজেই দেখাশোনা করছেন বলে জানান এম এ মালেক। পারিবারিকভাবেই চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের সময় ঠিক করা হচ্ছে। জানা গেছে, ছেলে তারেক রহমানের বাসায় পারিবারিক পরিবেশে সময় পার করছেন খালেদা জিয়া। গত ১৬ সেপ্টেম্বর সকালে লন্ডনে আসার পর তিন দিনের মাথায় গত শুত্রক্রবার খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাজ্য বিএনপির কয়েকজন নেতা। এরপর থেকে এখন পর্যন্ত তিনি আর কোনো রাজনৈতিক নেতার সঙ্গে সাক্ষাৎ করেননি। এম এ মালেক বলেন, ‘বৃহস্পতিবার যুক্তরাজ্যে ঈদ উদযাপিত হবে। ওই দিন খালেদা জিয়া প্রবাসীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। সেন্ট্রাল লন্ডনের একটি হোটেলে ওই অনুষ্ঠান আয়োজনের চেষ্টা চলছে বলে জানান তিনি।