Fri. Sep 19th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫
57ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারক জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আওয়ামী লীগের শাসনে বাংলাদেশে বর্তমানে নৈরাজ্য চলছে দাবি করে খালেদা জিয়া বলেছেন, সে কারণে ঈদের আনন্দ ম্লান। লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে পাঠানো এক বার্তায় এ কথা বলেন। বিএনপির প্যাডে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত ওই বিবৃতিতে খালেদা জিয়া বলেন, দেশে এক ভয়ঙ্কর নৈরাজ্য চলছে। মানুষের জান, সহায়-সম্পদের কোনো নিরাপত্তা নেই। এই অবস্থায় সকলের পক্ষে ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করা সম্ভব হবে না।