Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫
83এ সময়ের জনপ্রিয় তারকা মডেল ও অভিনয়শিল্পী শবনম ফারিয়া। আসছে ঈদ উপলক্ষে টানা দুই মাস একটানা ফটোশুট ও নাটকে অভিনয় করেছেন তিনি। একদিনও ছুটি পাননি। জ্বর-ঠা-া নিয়েও অভিনয় করেছেন এই অভিনেত্রী। তবুও তাঁর মুখে হাসি। কারণ এবারেই প্রথম নিজের টাকায় কোরবানি দিচ্ছেন শবনম ফারিয়া। কোরবানির জন্য এবার তিনি ছাগল কিনেছেন। তবে গরু-ছাগলের হাঁটে গিয়ে নিজে তা কিনেননি। তাঁর বাবাই কিনেছেন। কোরবানির টাকা বাবার হাতে তুলে দিয়েছিলেন আগেই। কারণ গরু-ছাগলের হাঁটে ফারিয়া কোনোদিন যাবেন না বলে পণ করেছেন। কেন এ রকম করেছেন? জিজ্ঞাসা করতেই উত্তরে ফারিয়া বললেন, ‘আমার বয়স যখন পাঁচ তখন বাবার সঙ্গে একবার কোরবানির হাঁটে গিয়েছিলাম। হাঁটে যাওয়ার ইচ্ছাটা আমারই খুব বেশি ছিল। অনেক জেদ করে বাবার হাত ধরে হাঁটে যাই। কিন্তু হাঁটে প্রবেশ করার মতো সাহস আমার ছিল না। হাঁটের কছে এসে একসঙ্গে অনেক গরু দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। সঙ্গে সঙ্গে বাবাকে বলেছিলাম, বাবা, আমি বাসায় চলে যাব। আমি হাঁটে আর ঢুকব না। এরপর বাবা আমাকে নিয়ে বাসায় ফেরেন। এরপর এতটা বড় হয়েছি কিন্তু কোনোদিন আর হাঁটে যাওয়ার সাহস আমি করিনি। প্রতি কোরবানির ঈদের চাঁদ রাতে বাসায় গরু কিনে এলে, তখন আমি গরুকে কাছে থেকে দেখি। এবারও দেখব।