Thu. Oct 23rd, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০১৫
40মিনা ট্র্যাজেডির দিনে মিনায় এক বাংলাদেশী আত্মহত্যা করেছে। বিশ্বের প্রভাবশালী ইংরেজি সংবাদ ইয়াহু নিউজ এ খবর নিশ্চিত করেছে।
ইয়াহু নিউজে বলা হয়, বাংলাদেশী একজন হজ যাত্রী বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ ও ফরেনসিক ডিপার্টমেন্টের কর্মকর্তারা আত্মহত্যার স্থানটি পরিদর্শন করেছে। কিন্তু সেখানে কোনো কেমিক্যাল অনলাইন ও ভাইরাসের সন্ধান পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, সবাই লাইন ধরে বাথরুমে যাচ্ছিলো।
তারা পালা এলে সেও প্রবেশ করে। কিন্তু স্বাভাবিক সময়ে বের না হলে, বাইরে থেকে করাঘাত করা হয়। পরে তাতেও সাড়া না দিলে দরজা ভেঙ্গে তাকে ছাদের সঙ্গে ঝুলতে দেখা যায়। নিহত ব্যক্তির এক বন্ধু জানান, তার কোনো প্রকার রোগ কিংবা মানসিক সমস্যাও ছিলো না। তবে সে আগের রাতে দেখা স্বপ্নের কথা তাকে সে জানিয়ে ছিলো -স্বপ্নে দেখেছে, আজ যদি সে এখানে মৃত্য বরণ করতে পারে তবে সে সরাসরি জান্নাত পাবে।