Mon. Sep 15th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫
62দিনাজপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীর সাথে বিজিবির সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে বিজিবির ২ সদস্যসহ আহত হয়েছে কমপক্ষে ৫ জন। এ সময় বিজিবির কাছ থেকে একটি রাইফেল ছিনিয়ে নেয় গ্রামবাসী।
পরে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান এবং ইউপি সদস্য দীপ চাঁন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শনিবার সকাল ৯টার দিকে উপজেলার ডুংডুংগি সীমান্তে এ ঘটনা ঘটে ।
বর্ডার গার্ড বাংলাদেশ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিস্থিতি এখন শান্ত। গ্রামবাসীর সাথে আমাদের কোন বিরোধ নেই। রাজধানী ঢাকার একটি গার্মেন্টসে কাজ করা কয়েকজন বখাটে যুবক ঈদে বাড়িতে বেড়াতে এসে এই অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকায় কোন মাইক বাজাতে হলে প্রশাসনের অনুমতি লাগে। উচ্চস্বরে মাইকিং বা বাজনার কারণে সীমান্তে কোন অঘটন ঘটলে বা ফায়ার হলে তার শব্দ পাওয়া যায় না। অথচ অনুমতি ছাড়াই সীমান্ত পিলার ৩২৫ এর এক গজের মধ্যেই তারা রাতে সাউন্ড বক্স এ উচ্চস্বরে গান বাজিয়েছে। বিজিবি জওয়ানরা তাদের বাধা দিলেও তারা শুনে নাই।
অন্যদিকে, আজ শনিবার সকালে আবারও তারা একইভাবে সাউন্ড বক্স এ উচ্চস্বরে গান বাজাতে থাকে। এতে বিজিবি জওয়ানেরা বাধা দিলে তাদের সাথে সকাল ৯টায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বিজিবি সদস্য কামাল ও মিজান আহত হয়। তারা ছিনিয়ে নেয় একটি রাইফেল।
পরে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়েছে এবং ছিনিয়ে নেয়া রাইফেলটি ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের মাধ্যমে তারা ফিরিয়ে দিয়েছে।
এদিকে, এ ঘটনায় গুরুতর আহত গ্রামের যুবক জাকির হোসেন ও (১৮) মোহাম্মদ ছানি (২২) দিনাজপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।