Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫
65পৃথিবীর এপার থেকে ওপাড়ে প্রতি নিয়হতই ঘটছে নানা রকম রহস্যজনক বা অ্রত্যাশা ঘটনা।
কেমন হত যদি বাড়তি একটা কান থাকত দেহে ? শুধু ভেবেই থেমে থাকেননি স্টেলার্ক । দীর্ঘদিন প্রয়াসের পরে সফল হয়েছে এই অস্ট্রেলীয় শিল্পীর স্বপ্ন । পার্থ শহরের এই বাসিন্দার বাঁ হাতে এখন শোভা পায় আস্ত একটা কান !
স্টেলার্ক একাধারে শিল্পী এবং কার্টিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক । ১৯৯৬ সালে তিনি প্রথমবার তৃতীয় শ্রবণেন্দ্রিয়র কথা ভাবেন । কিন্তু ১০ বছর লেগে যায় চিকিৎসক খুঁজে পেতে । অবশেষে প্লাস্টিক সার্জারির চিকিৎসকদের চেষ্টায় ইরড়পড়সঢ়ধঃরনষব গধঃবৎরধষ দিয়ে আলাদা ভাবে তৈরি হয় কান । তারপর তা প্রতিস্থাপিত হয় স্টেলার্কের বাঁ হাতে । এখন এর সঙ্গে জুড়ে গেছে স্টেলার্কের নিজের দেহের টিস্যু এবং শিরা-উপশিরা । ফলে এটি স্বাভাবিক জীবন্ত অঙ্গ হিসেবেই আছে । তবে এটা দিয়ে শোনা যায় না ।
অবশ্য শোনার জন্য এটা প্রতিস্থাপিত করাননি স্টেলার্ক । নিজের জন্মগত দুটি সুস্থ স্বাভাবিক কান নিয়েই তিনি সন্তুষ্ট । বাঁ হাতের উপর এই তৃতীয় কান হল জনসাধারণের সেবায় । স্টেলার্ক চান এই কানে বসানো হোক মাইক্রোফোন । ট্র্যাক করা যাক জিপিএস-এ । ফলে ইন্টারনেটের সাহায্যে এই কান দিয়ে শুনতে পারবেন স্টেলার্কের থেকে দূরে থাকা মানুষ । অর্থাৎ স্টেলার্ক যেখানে যেখানেূ যা যা শুনবেন সবই শুনতে পারবেন দূরবর্তী ইচ্ছুক শ্রোতারা । ইন্টারনেটের মাধ্যমে । কান লাগোয়া সুইচ সবসময় অন রাখবেন স্টেলার্ক । যাতে তিনি যা শুনছেন সব পৌঁছে দিতে পারেন অন্যদের কাছে ।
অবশ্য নিজের দেহ নিয়ে পরীক্ষা নিরীক্ষা এটাই প্রথম নয় স্টেলার্কের ক্ষেত্রে । প্রযুক্তির সঙ্গে মানুষের পরিবর্তনরত সম্পর্কই তাঁর পরীক্ষার মূল বিষয় । এর আগে তিনি নিজের ফুসফুসূ কোলোন এবং পাকস্থলীতে ক্যামেরা বসিয়েছেন । কাজ করেছেন তৃতীয় হাত দিয়ে । নিজেকে ঝুলিয়ে রেখেছেন সিলিং-এর হুক থেকে । এ বার সেই তালিকায় যুক্ত হল তৃতীয় শ্রবণেন্দ্রিয় ।