Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫
66প্রথমবারের মতো গোল ডায়ালের স্মার্টওয়াচ নিয়ে এসেছে পেবেল। তাদের দাবি, এটাই পৃথিবীর সবচেয়ে পাতলা এবং হালকা স্মার্টওয়াচ। যাঁদের কব্জি ছোট বলে এতদিন পছন্দের ঘড়িগুলো পরতে পারেননি, তাঁদের জন্য রয়েছে সুসংবাদ।
কারণ, পেবেল তাদের এই ঘড়ির জন্য ১৪ মিলিমিটার এবং ২০ মিলিমিটারের দুটি ব্যান্ড ছেড়েছে বাজারে। এসব ব্যান্ড পাওয়া যাবে কালো, রুপালি এবং রোজ গোল্ড রঙে। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক রাডার।
পেবেল দাবি করছে, মাত্র একবার চার্জ দিলে টানা দুদিন চলবে এই স্মার্টওয়াচ। আর একবার পুরো চার্জ হতে সময় লাগবে মাত্র ১৫ মিনিট।