Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫
77ইন্টারনেট ডট অর্গ নামে একটি উদ্যোগের আওতায় বিশ্বের সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে ইন্টারনেট দেওয়ার এক প্রকল্প শুরু করেছিল ফেসবুক। সম্প্রতি এ উদ্যোগকে নতুন করে সাজানো শুরু করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
ইন্টারনেট ডট অর্গ-এর বদলে এখন ফেসবুকের মোবাইল অ্যাপটির নাম হবে ‘ফ্রি বেসিকস’। এ অ্যাপটির সাহায্যেই বিশ্বের ১০০ কোটিরও বেশি মানুষকে বিনামূল্যে ইন্টারনেট সরবরাহ করতে চায় ফেসবুক।
নতুন এ সেবায় এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার বহু দেশ থেকে ‘ফ্রি বেসিকস’ অ্যাপটি ব্যবহার করে ইন্টারনেট পাওয়া যাবে। তবে এক্ষেত্রে মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানের অনুমতি থাকতে হবে।
বিনামূল্যের এ ইন্টারনেটের মূল উদ্যোক্তা ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তিনি সম্প্রতি তার পেজে লিখেছেন, ‘আমরা বিভিন্ন সমাজের লোকজনের কথা শুনেছি এবং এ উদ্যোগে তিনটি প্রধান পরিবর্তন আনছিৃ.. এক্ষেত্রে সংযোগই একমাত্র শেষ কথা নয়। এটা হলো তা যা নিয়ে মানুষ কাজ করে- যেমন একটি সুস্থ পরিবার গঠন। আমরা আশা করছি এ উদ্যোগে আজ যেসব উন্নতি করা হচ্ছে তা বহু মানুষকে সংযুক্ত হতে সহায়তা করবে– এতে আমাদের সম্পূর্ণ বৈশ্বিক সমাজ একত্রে লাভবান হবে।’
মোবাইল ফোনের ‘ফ্রি বেসিকস’ নামে এ অ্যাপটিতেই রয়েছে কিছু সেবার তালিকা। এ তালিকা দেখে যে কেউ তাদের মোবাইলের মাধ্যমে পাওয়া সেবাগুলো খুঁজে নিতে পারবেন।
নতুন মোবাইল অ্যাপটি আগের তুলনায় নিরাপদ হবে বলে জানান জাকারবার্গ। এছাড়া নতুন ব্যবস্থায় তাদের সেবায় ব্যবহারকারীদের আগের তুলনায় বেশি নিয়ন্ত্রণ থাকবে বলে জানান জাকারবার্গ।