Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৫
20কঙ্কনা সেনশর্মা এবং রণবীর শোরের বিবাহ বিচ্ছেদ নিয়ে কয়েক দিন ধরেই শোরগোল পড়ে গিয়েছে বলিউডে। বিয়ে হোক বা বিবাহ বিচ্ছেদ, দুটোই ব্যক্তিগত বিষয়। তা হলে রণবীর শোরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের খবর কেন টুইটারে দিলেন কঙ্গনা? এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এমন পাবলিক প্লেসএ কেন জানালেন নায়িকা? আসলে আমার ব্যক্তিগত জীবন নিয়ে এক সময় এত নেগেটিভ লেখা হয়েছে, একদম ভাল লাগত না সে সব। তাই বাধ্য হয়েই এই সিদ্ধান্তটা জানানোর জন্য টুইটারের মতো পাবলিক ফোরামকে বেছে নিলাম বললেন কঙ্কনা। কিন্তু কেন বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন এই তারকা জুটি? তার কারণ নিয়ে কঙ্কনা মুখ না খুললেও তাঁর ঘনিষ্ঠ সূত্রের খবর, কেরিয়ারে টানাপড়েন নিয়েই কঙ্কনা-রণবীরের সমস্যার শুরু। রণবীরের তুলনায় সফল কেরিয়ার কঙ্কনার। আর সেই ইগো সমস্যাই চলে আসে তাঁদের ব্যক্তিগত জীবনে। সে কারণেই বিবাহ বিচ্ছেদ। তবে কঙ্কনা জানিয়েছেন, কাজের প্রয়োজনেই বাড়ির থেকে অনেকটা সময় দূরে থাকতে হত তাঁকে। সেটাও কোথাও সমস্যা তৈরি করেছিল বলেই মনে করেন কঙ্কনার ঘনিষ্ঠ মহল।