খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৫
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আয় দিনকে দিন বেড়েই চলেছে। বিজ্ঞাপন খাত থেকে ফেসবুকের আয়ের জন্য অবদান রাখছে এর ব্যবহারকারীরা। বর্তমানে ফেসবুকের বিজ্ঞাপনী আয় ২০ ভাগ বৃদ্ধি পেয়েছে। এক জরিপ শেষে মার্কেট-রিসার্চ ভিত্তিক ওয়েবসাইট ই-মার্কেট জানিয়েছে, গত বছরের তুলনায় এবার ফেসবুকের আয় আরও ২০ ভাগ বেড়েছে। গড়ে প্রতি বছর ফেসবুক ব্যবহারকারীরা এই কোম্পানির বিজ্ঞাপনী আয় বাড়ায় ১২.৭৬ ইউএস ডলার। এবার আগের বারের তুলনায় তা বেড়ে ১০.০৩ ইউএস ডলার হয়েছে বলে উল্লেখ করেছে ই-মার্কেট। ই-মার্কেটের হিসেবে, পরবর্তী সময়ে এটা আরও বৃদ্ধি পাবে। সে হিসেবে আগামী কয়েক বছরে ফেসবুকের আয় আরও বাড়বে। আর ২০১৭ সালে এই কোম্পানির বিজ্ঞাপনী আয় বৃদ্ধি পেয়ে হবে ১৭.৫০ ইউএস ডলার। শুধু ফেসবুক নয়, ব্যবহারকারীদের মাধ্যমে আয় বেড়েছে আরেক যোগাযোগ মাধ্যম টুইটারেও। প্রত্যেক ব্যববহারকারীদের মাধ্যমে টুইটারের আয় হয় ৭.৭৫ মার্কিন ডলার। গত বছরের চেয়ে এটা বেড়েছে (আগে ছিল ৫.৪৮ ডলার)। প্রত্যাশা করা হচ্ছে আগামী কয়েক বছরে এই কোম্পানির আয় আরও বৃদ্ধি পাবে। ব্যবহারকারী হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি কতোটা গুরুত্বপর্ণ, আশা করি দুটি কোম্পানির আয়ের পরিমাণ দেখে তা বুঝতে পারছেন। এজন্য ফেসবুক বা টুইটারকে আমেরিকান নাগরিকগরা এত গুরুত্ব দেয়। আমেরিকার বাইরে বিশ্বের অন্যান্য ব্যবহারকারীদের মাধ্যমে ফেসবুক বা টুইটার যথাক্রমে আয় করে ৭.৭১ ও ৩.৫১ ইউএস ডলার। আর আমেরিকান ব্যবহারকারীদের মাধ্যমে আয় হয় ৪৮.৭৬ ইউএস ডলার (ফেসবুক) ও ২৪.৪৮ ইউএস ডলার (টুইটার)।