Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৫
50ইন্টারনেটে সার্চ ইঞ্জিন গুগল আজ তার ১৭তম জন্মদিন পালন করেছে।
জন্মদিন উপলক্ষে গুগল তার হোমপেইজের ডুডল সাজিয়েছে বিশেষভাবে। এতে দেখা যায় একটি টেবিলের ওপর রাখা আছে অ্যানিমেটেড একটি কম্পিউটার মনিটর, তার পাশে ছোট একটি পেঙ্গুইনের পুতুল, একটি লাভা বাতি, দুটি ফোলানো বেলুন, একটি সিপিইউ এবং মনিটরে দেখা যাচ্ছে ১৯৯৮ সালে গুগলের লোগো ও হোমপেজ।
১৯৯৮ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের হলের একটি রুমে বিশ্ববিদ্যালয়ের পিএইডির দুই ছাত্র ল্যারি পেজ ও সার্গেই ব্রিনের হাত ধরে যাত্রা শুরু হয়েছিল গুগলের। কিন্তু স্ট্যানফোর্ড কর্তৃপক্ষ তাঁদের এই কর্মযজ্ঞে ব্যাঘাত ঘটায়, কারণ তাঁদের দুইজনের কাজের জন্য পুরো বিশ্ববিদ্যালয়ের ব্যান্ডউইথ খরচ হয়ে যাচ্ছিল। এর পর বিশ্ববিদ্যালয়ের রুম ছেড়ে নিজেদের বাড়ির গ্যারেজে যাত্রা শুরু করে গুগল।
তবে ঠিক কবে গুগলের জন্মদিন, সেটা ঠিকভাবে বলতে পারেন না দুই উদ্যোক্তা ল্যারি পেজ ও সার্গেই ব্রিন। এর আগে ১৯৯৮ সালে গুগলের জন্মদিন পালন করা হয়েছিল ৩০ আগস্ট। ২০০৪ ও ২০০৫ সালে পালন করা হয় সেপ্টেম্বরের ৭ ও ৮ তারিখে। সেপ্টেম্বরের ২৬ তারিখেও পালন করা হয়েছে গুগলের জন্মদিন। কিন্তু ২০০৬ সাল থেকে ২৭ সেপ্টেম্বর পালন করা হয় গুগলের জন্মদিন।