Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৫
78বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে স্টিভেন স্মিথের নেতৃত্বে অস্ট্রেলিয়া ক্রিকেট দল ঢাকায় আসার কথা ছিল আগামীকাল (সোমবার ২৮ সেপ্টেম্বর)। কিন্তু নিরাপত্তার ঝুঁকির কথা বলে বাংলাদেশ সফর আপাতত স্থগিত করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। এই নিয়ে দেশজুড়ে চলছে তীব্র আলোচনা ও সমালোচনা।
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত করার ঘটনায় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে বিরাজমান আফসোস এবং তাদের করা নিয়ে কিছু সমালোচনা পাঠকদের জন্য তুলে ধরা হল।
টাইগারপ্রেমী হাবিবুর রহমান হাবিব জানান, ‘মগেরমুল্লক নাকি, রাজনৈতিক অস্থিরতার সময় এতগুলো দেশ ঘুরে গেছে কিছু হয় নাই এখন আসছে নিরাপত্তার প্রশ্ন তুলতে। খেলবে না বললেই হয় দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে কেন?’
ক্রিকেটপ্রেমী পুরানো ঢাকার ব্যবসায়ী সেলিম জাহান জানান, ‘পাকিস্তান ছাইরা বাংলাদেশ হইছি ৪৪ বছর হইয়া গেছে গা মাগার অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড মনে হয় ইতিহাস পড়ে নাইক্কা। আমাগো দেশরে পাকিস্তানের অংশ ভাবতাছে।’
১২ বছরের স্কুলপড়ুয়া ক্রিকেটপ্রেমী সিয়াম শাহ বলেন, ‘জিম্বাবুয়ে, ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা খেলেছে আমাদের দেশে কিন্তু এখন নিরাপত্তা নিয়ে প্রশ্ন করার কিছুই দেখছি না। আমি যদি দেশের নিরাপত্তা খুঁজে পাই তাহলে ওরা কেন পারছে না।’
মিরপুর বাংলা কলেজে অধ্যয়নরত ক্রিকেটপ্রেমী অনিক মাহমুদ বলেন, ‘ফইন্নির ঘরে ফইন্নিরা কি মনে করে কে জানে। এতগুলো দেশ ঘুরে গেছে আর আসছে সমস্যা বলতে।’
ক্রিকেটপ্রেমী রিকশাচালক আব্দুর রহমত জানান, ‘আমাগোরে ডরাইছে ভাইজান আর কিছু না। আসুক না একবার একদম ভাইঙ্গা দিমু সব স্ট্যাম্প।’
এদিকে ২০১৪ সালের শেষ দিকে বাংলাদেশের মাটিতে খেলে গেছে জিম্বাবুয়ে। চলতি বছর ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা সফর করে গেছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। তারপরও ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা ইস্যুতে সফর পিছিয়ে দেয়ায় অবাক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এখন সব কিছু নির্ভর করছে পরিদর্শক দলের উপর। বাংলাদেশের ক্রিকেট ভক্তদের এখন একটাই আশা সব কিছু যেন ভালো থাকে এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসে।